একজন ছেলে কোন মেয়েকে দ্বীনের দিক প্রাধান্য দিয়ে পছন্দ করে এবং দুইজনই গুনাহ করতে না চেয়ে দ্রুত বিয়ে করতে চায়।এখন ছেলের পিতা মাতা শুধুমাত্র মেয়ের এলাকা বাংলাদেশের একটি নির্দিষ্ট জেলা দেখে বিয়েতে পুরপুরি অস্মতি জানায় এমন কি মেয়ে বা মেয়ের পরিবারের মানুষ কে না চিনে এবং না জেনেই! উলটো ইচ্ছার বিরুদ্ধে ছেলে কে অন্য জায়গায় বিয়ের ব্যাপারে চাপ তৈরি করছে। সে এবং মেয়ে দুজন ই দ্বীন কে প্রাধান্য দিয়ে দুইজন কে পছন্দ করেছে এবং দুজন ই গুনাহ করতে চাচ্ছেনা।এক্ষেত্রে ছেলের করনীয় কি?