আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
মুহতারাম,
১) ৪ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ নামাজের প্রথম রাকাতের শেষে সিজদা থেকে উঠার সময় না উঠে ভুলে বসে পড়েছি এবং 'আত্তাহিয়্যাতু লিল্লাহি' এতোটুকু পর্যন্ত উচ্চারনের পর ভুলের কথা স্মরণ হয় এবং স্মরণ হওয়া মাত্রই উঠে দাঁড়িয়ে গিয়েছি। এক্ষেত্রে কি সাহু সিজদা করা ওয়াজিব হয়েছে?
২) এরপর বাকি নামাজে সাহু সিজদা ওয়াজিব হয়েছে নাকি হয়নি, সাহু সিজদা করবো নাকি করবো না - এই নিয়ে মনের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব চলতে চলতে সাহু সিজদা আদায় না করেই নামাজের সালাম ফিরিয়ে ফেলেছি। এখন এই নামাজ কি ঠিকমতো আদায় হয়েছে নাকি পুনরায় কাযা করা লাগবে?
৩) নামাজের মধ্যে এমন যখন দ্বিধাদ্বন্দ্বের পরিস্থিতি সৃষ্টি হয়, যে সাহু সিজদা ওয়াজিব হয়েছে নাকি হয়নি, সাহু সিজদা করবো নাকি করবো না এবং কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাও সম্ভব হচ্ছে না সে ক্ষেত্রে করণীয় কী?
৪) যদি কেউ এমন ক্ষেত্রে কোন কিছু ঠিক করতে না পেরে নিরাপদ সিদ্ধান্ত মনে করে সাহু সিজদা দিয়েই নামাজ শেষ করে কিন্তু প্রকৃতপক্ষে হয়তো সেখানে সাহু সিজদা ওয়াজিব ছিল না। তাহলে, সেক্ষেত্রে তার নামায কি ঠিকমত আদায় হবে?
৫) অন্য প্রসঙ্গে একটি প্রশ্ন:
কারো কোন পদোন্নতির ক্ষেত্রে কিংবা অন্য যেকোনো ক্ষেত্রে অভিনন্দন জানানোর জন্য সুন্নাহসম্মত এবং আরবি কোনো শব্দ কি রয়েছে?