ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
বিশিষ্ট হানাফি ফিকহ বিশারদ আল্লামা ইবনে নুজাইম লিখেন
ﻭَﻓِﻲ اﻟْﻘُﻨْﻴَﺔِ ﻭَاﻟْﺒُﻐْﻴَﺔِ: ﻳَﺠُﻮﺯُ ﻟِﻠْﻤُﺤْﺘَﺎﺝِ اﻻِﺳْﺘِﻘْﺮَاﺽُ ﺑِﺎﻟﺮِّﺑْﺢِ (اﻧْﺘَﻬَﻰ)
নিঃস্ব মুখাপেক্ষী মানুষের জন্য সুদের বিনিময়ে ঋণ গ্রহণ জায়েয।
আল-আশবাহ ওয়ান-নাযায়ের-১/৭৯;
বাহরুর রায়েক-৬/১৩৭;
সুদের মাধ্যমে ঋণ গ্রহণ হারাম।তবে প্রয়োজন অনেক নিষিদ্ধ জিনিষকে প্রয়োজন পর্যন্ত সিদ্ধ/বৈধ করে দেয়।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মেয়ে বিয়ে দিতে গিয়ে সুদের সাথে ঋণ গ্রহণ ব্যতিত আপনার সামনে যদি আর কোনো রাস্তা না থাকে, তাহলে আপনি সুদের মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারবেন। সুদ ব্যতিত বিয়ে দেওয়া অসম্ভব হলেই এ বিধান কার্যকর হবে। তখন বিয়ের যে সমস্ত সামানা ও জিনিষপত্র দেওয়া হবে, সেগুলো নাজায়েয বা হারাম হবে না।
তবে সাধারণ জরুরত কিংবা তাহসিন বা সুন্দর্য্য গ্রহণের নিমিত্তে তথা পাত্রপক্ষ কিছু না চাওয়া সত্বেও সুদের সাথে ঋণ গ্রহণ করা কখনো জায়েয হবে না।