আসসালামু আলাইকুম,
১)
আমার ভাই ১ টা রেস্টুরেন্ট দিয়েছেন,যেখানে দেয়ালে TikoTok সহ আরো কিছু হারাম কন্টেন্টের লগো, বিভিন্ন সেলিব্রেটিদের ফেইস আছে, এছাড়া সেখানে যিনি শেফ তার সংগে খালাতো বোন কে সহযোগী হিসেবে রেখেছে, যে শুধু হিজাব পড়ে৷ এসব মিলিয়ে আমার ভাইয়ের রেস্টুরেন্টে যেতে বা ওখান থেকে খাবার আনলে খেতে ইচ্ছে করেনা৷ এমনকি আব্বু টাকা দিয়ে কিনে আনলেও খেতে চাইনা,যেতে বললেও যাইনা
আম্মু জোর করলে একটু খাই৷
এখন আমার এরকম পরিস্থিতিতে কি করা উচিত?
➡️(ক) ভাইয়ার এই রেস্টুরেন্টের জন্য যে পেইজ সেখানে মিউজিক সহ খাবারের ভিডিও আপলোড হয়৷ পেইজে লাইক দেয়া কি আমার গুনাহ হবে? (ওখানে শুধু খাবারের ছবিও থাকে)
➡️খ)ফুডি কিছু গ্রুপ, যেখানে ভাইয়া চায় কেউ বেস্ট পিজ্জা জিজ্ঞেস করলে আমি যেনো তার রেস্টুরেন্টের নাম বলি, তার খাবার সত্যিই মজার বলে আমার বলতে অসুবিধা নেই৷ কিন্তু পর পুরুষদের পোস্টে লাইক, কমেন্ট তো করা গুনাহ, বেশির ভাগই পুরুষদেরই থাকে, আবার ভাইয়া হয়তো ভাবছে আমি তাকে কোনো রকম সাপোর্ট করিনা,হয়তো তাতে দুরত্বও বেড়ে যাবে, আমার কি করা উচিত?
২) আমি iom এর ১৫ ব্যাচে ছিলাম,ভালোভাবে পড়া না হওয়ায় ড্রপ দিয়ে আবার ১৬ ব্যাচে ভর্তি হয়েছিলাম৷ আমার বাসার কাউকে সেভাবে আমার মাদ্রাসায় পড়ার ব্যাপারে কিছু বলিনি৷ তারা শুধু জানে হয়তো কিছু ১ টা ফোনে পড়ি৷ এই টাইপ৷ ইক্সেক্ট কিছু জানেনা৷
আমার পরিবার দ্বীনের দিক দিয়ে প্রচন্ড গাফেল৷ আম্মু নিজে পর্দা করলেও পর পুরুষদের সংগে কথায় সীমিত রাখেননা, আমার ১৩ বছরের বোনকে পর্দা করতে বিরত রাখেন,আব্বুও যেকোনো মানুষের নিকট আমার বোনকে প্রদর্শন করে৷
আমার এ বছর বিয়ে হয়েছে,আনুমানিক জানুয়ারি/ ফেব্রুয়ারিতে শ্বশুড় বাড়িতে নিয়ে যাবেন তারা৷ আর
আমার স্বামির ইভেন্টের বিজনেস,যেখানে বিয়ে জাতীয় ইভেন্টের সাজানোর পর সেখানে তারা থেকে যায়,মিউজিকেল পরিবেশ,নারী পুরুষ অবাধ বিচরণ সেখানে মুখোর থাকে,এছাড়া ওনার ওয়েডিং ফটোগ্রাফি বিজনেস আছে, এমন একটা পরিবেশে আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে দ্বীনি সহবত ছাড়া টিকে থাকা অনেক কঠিন হয়ে যায়৷যদিও ২য় সেমিস্টার থেকে যে পড়াটা এই ইলম অর্জন ফরজ নয়,আমি তাও দ্বীনি সহবত,আবার ড্রপ দিলে ঝড়ে পড়ার আশংকায় কন্টিনিউ করতে চাচ্ছি৷
আমার প্রশ্নঃ আমি যদি আমার স্বামিকে আমার মাদ্রাসার ব্যাপারে জানাই, এরপর যদি তিনি আমাকে মাদ্রাসায় পড়া কন্টিনিউ রাখতে নিষেধ করেন তাহলে কি আমি ওনার কথা না শুনে লুকিয়ে কন্টিনিউ রাখলে আমার গুনাহ হবে? স্বামির অবাধ্যতার জন্য?
(তিনিও মোটামুটি সন্দেহ করে আমি কিছুর সাথে যুক্ত,তিনি মনে করেন আমাকে কেউ ব্রেইন ওয়াশ করে)
৩) উপরিউক্ত যত কথা বলেছি আমার আশেপাশের আপন জন দের ব্যাপারে, তাদেরকে কিভাবে ইসলাহ করবো? আমি জানি অন্যায় কিন্তু আমি কিছু না বলায় তো আমার চুপ থাকায় আমার গুনাহ হচ্ছে,আবার আমি যেমন কোনটা কেনো অন্যায় কেনো উচিত না এসব ব্যাপার সম্পর্কে জেনেছি তাদেরতো সেভাবে জ্ঞান নেই৷ বা জানলেও করেনা৷ আবার আমার মুখে অনেক জড়তা,গুছিয়ে বলতে পারিনা,আগে কিছু বলতে গেলে কোথায় থেকে কই চলে যেতাম,ঠিক থাকতো না,ভুলভাল বলতাম৷ উলটো বিরক্ত হতো সামনের জন৷
(বিঃদ্রঃ আমার কোনো ভুলে,বা কখনো শয়তানের ওয়াশওয়াশায় রাগ উঠলে পরিবারের মানুষ প্রচন্ড রিয়েক্ট করে)
আমায় সাহায্য করুন শায়েখ,আমি দ্বীন থেকে বিচ্যুত হওয়ার ভয়ে আছি, সামনে আমার যদি কখনো সন্তান হয়, তাদের কিভাবে এই ফিতনাময় পরিবেশে সঠিক শিক্ষা দেয়ার হক আদায় করবো সে ব্যপারেও চিন্তিত