আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারকাতুহ্।
১. এক ব্যাক্তির হারাম উপার্জন।তার নিজের টাকায় তো হজ্জ জায়েজ নাই।এখন সে তার ভাইকে(হালাল উপার্জন) মোটা অংকের টাকা ধার দিয়েছ সাহায্যের নিয়্যাতে।
টাকা ফেরত আসলে,, ঐ টাকা দিয়ে কি হজ্জ করা যাবে?
২.জন্মদিন,গায়ে হলুদ, মৃত্যুবার্ষিকী, এসবে কি যাওয়া যাবে? যদি পরিবার থেকে চাপ দেয়,, ছেলেমেয়ের অবাধ মেলামেশা পরিহার করতে পারলে কি যাওয়া জায়েজ হবে? খানা খাওয়া জায়েজ হবে?