আসসালমুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি একটা স্কুলে শিক্ষকতা পেশায় আছি। ৩-৫ বছর বয়সী বাচ্চাদের সাধারণ পড়ালিখা ও সৃজনি চিন্তাশক্তি বাড়ানোর জন্যে বিভিন্ন ধরনের,রঙিন কাগজ কেটে ওদের পড়া শিখানো হয় যেমন: বৃত্ত, চতুর্ভুজ,ত্রিভুজ,গাছ,ঘর ইত্যাদি, এবং এগুলো শিক্ষিকা হিসেবে আমারই কাটতে হয়। এবং ক্লাসে ৩-৫/৬ বছর বয়সী ছেলে এবং মেয়ে উভয়েই আছে, বাচ্চাদের দৈনন্দিন দুআ গুলো শিখানো হয় যেমন: খাওয়ার শুরু,শেষের দুআ,সুবহানাল্লাহ,ঘুমের দুআ, কিছু ছোট সূরা, দৈনন্দিন আদব ইত্যাদি।
আমার প্রশ্ন : বাচ্চাদের এই ফ্রি মিক্সিং পরিবেশে পড়ানো এবং এই অতিরিক্ত কাগজকেটে বাচ্চাদের পড়ানো - এতে কি আমার পাপ হচ্ছে??? আমার কর্মক্ষেত্রে পুরুষ নেই কোনো,কিন্তু বাচ্চারা যে ছেলে মেয়ে একসাথে পড়ছে ,এবং ওদের আমিই পড়াচ্ছি এতে কি আমার পাপ হচ্ছে??? এত এত কাগজ কেটে কি আমি পাপের ভাগীদার হচ্ছি???