আসসালামু আলাইকুম।উত্তর জানা টা খুবই দরকার।
পূর্বে শুধু তালাক সংক্রান্ত প্রশ্ন করেছিলাম।আজ বিবাহ থেকে শুরু করে তালাক পর্যন্ত জানিয়ে করনীয় কি তা জানতে চাই।
আমার বান্ববি ২০২০ সালে রেজিস্ট্রি করে কাউকে না জানিয়ে।শুধু আমার বান্ধবি এবং তার বর এই দুই ব্যক্তি কাজি অফিসে ছিল,কোনো অভিভাবক ছিল না।
২০২১ সালে রমযান মাসে কাবিন করে বিয়ে করে।মেয়ের প্রকৃত কোনো গার্ডিয়ান উপস্থিত ছিল না।বিয়েতে সাক্ষী- মেয়ে পক্ষ হতে
১ং সাক্ষী ছিলো বরের বন্ধুর, মেয়ে বন্ধুর(গার্লফ্রেন্ড) দূর সম্পর্কের এক মামা ( উনি উকিল বাবা ছিলো)
২ নং সাক্ষী ছিলো বরের ছেলে বন্ধুর মেয়ে বন্ধুটি(গার্লফ্রেন্ড)
ছেলে পক্ষ হতে
১ নং সাক্ষী ছিলো বরের ছেলে বন্ধুর মেয়ে বন্ধুটি যে বাসায় ভাড়া থাকতো সেই বাসার বাড়িওয়ালা
২ নং সাক্ষী ছিলো বরের ছেলে বন্ধুটি।
অর্থাৎ এক কথায় পালিয়ে বিয়ে করেছিল আমার বান্ধবি।সে ছিল তার স্বামীর ২য় স্ত্রী। সবকিছু জেনে বুঝেই আমার বান্ধবী বিয়েতে আগায়। সংসার শুরুর পর আমার বান্ধবীর মনে হতে থাকে তার স্বামী সমতা রাখতে পারছে না।প্রকৃত অর্থে আমার বান্ধবী তার বরের অনেক সঙ্গ পেতে চাইত। কিন্তু কর্মক্ষেত্র,আগের সংসার, নতুন সংসার মিলিয়ে তার বর হিমশিম খেত।যেহেতু তার বরও এই বিয়ে লুকিয়ে করেছে তাই যখন তখন এসে সময় দিতে পারত না, অনেক কিছু মেইনটেইন করে চলতে হতো তার বরের। কিন্তু খাওয়া,পড়া এবং যাবতীয় খরচ নিয়ে কোনো প্রকার কষ্ট দেয় নি তার বর।
অবশেষে ৩ মাসের মাথায় আগস্ট মাসে আমার বান্ধবি তার বরকে তালাক দেয়।তার বর এই তালাক এখনো মেনে নেয়নি।এখনো ডিভোর্স লেটারে সাইন করে নি।তার বর এখনো তার পিছে লেগে পড়ে আছে তার সাথে সংসার করার জন্য।
এখন আমার প্রশ্ন হচ্ছে,আমার বান্ধবীর কি এই বিয়ে সঠিক হয়েছে,যেহেতু বিয়েতে তার কোনো অভিভাবক ছিল না এবং লুকিয়ে বিয়ে করেছে।আমার বান্ধবীর বাবা,ভাই নাই।
আর এই তালাকও কি হয়েছে?
আমার বান্ধবী সরে আসতে চাচ্ছে, তার বর কোনোভাবেই তাকে ছাড়তে চাচ্ছে না।
এখন করনীয় কি?