আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,,
উমরী কাজা সালাতের কি ফিদইয়াহ হয় না???ফিদইয়াহ দেয়া গেলে পরিমাণ কতটুকু??? আমার উমরী কাজা সালাতের পরিমাণ অত্যন্ত বেশি।আমি অর্ধেকটা রাখতে চাচ্ছিলাম,,কাজা আদায় করার জন্য বাকিটুক ফিদইয়াহ দিলে হবে না??
টানা ১১ বছরের সালাত,,উমরী কাজা হিসাবে কীভাবে পড়বো মাথায় ধরছে না। প্লিজ, সাহায্য করুন।কারণ বাই এনি চান্স, আমি কিছু কাজা আদায়ের পর যদি মারা যাই তাহলে এই কাজা সালাতগুলোর ফিদইয়াহ দেয়ার কেউ নেই।যারা আছে তারা গড়িমসি করার আশঙ্কা আছে।আমি জীবিত অবস্থাতেই এটা সমাধান করতে চাচ্ছি।।প্লিজ,,আমাকে হক্ব ও তাকওয়ার নিকটবর্তী সমাধান দিন।