আসসালামু আলাইকুম। প্রশ্নটি অন্য একজনের পক্ষ থেকে করা। একজন ছেলে এবং একজন মেয়ে একে অপরকে পছন্দ করে। এই পছন্দের বিষয় উভয়ের পরিবার ই জানে এবং উভয় পরিবারের ই ছেলে মেয়ের পছন্দ নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু মেয়ের পরিবার মেয়েকে এখনই বিয়ে দিতে চাচ্ছে না। মেয়ে প্রাপ্ত বয়স্ক হলেও তার গ্রাজুয়েশন শেষ করতে এখনও প্রায় তিন বছর বাকি। মেয়ের পরিবার চাচ্ছে মেয়ে গ্রাজুয়েশন শেষ করলে তারপর বিয়ে দিবে। ছেলের অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট এবং ভরনপোষণ করার মত সামর্থ্য রয়েছে। এখন তারা হারাম রিলেশনে না থেকে হালাল বিয়ে করতে চাচ্ছে। যেহেতু মেয়ের পরিবার দেরীতে বিয়ে দিতে চাচ্ছে তাই তারা দুজন চাচ্ছে উভয় পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করে ফেলতে যেন রিলেশনশিপটা হালাল হয়, পরবর্তীতে মেয়ের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে তখন পারিবারিকভাবে আবার বিয়ে করতে। এভাবে বিয়ে করলে বিয়েটা কি জায়েজ হবে?