আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
322 views
in সাওম (Fasting) by (44 points)
edited by
১-আমি রাতে আশুরা জন্য আজ রোজা রাখব বলে রাতে নিয়ত করছিলাম।ফোনে এলার্মও দিছি।কিন্তু উঠতে পারি নি।ফজরও মিস হয়ে গেছে।।এখন এ অবস্থায় কি আমি রোজা রাখব নাকি ভেঙে ফেলব??

২-আর রোজা রাখলে কি একই সওয়াব পাওয়া যাবেম??যেহেতু সাহরি তে কিছুই খাইতে পারি নি।

1 Answer

0 votes
by (574,050 points)
উত্তর

بسم الله الرحمن الرحيم  

(১.২)
শরীয়তের বিধান অনুযায়ী সেহরী খাওয়া মুস্তাহাব। 
ফরজ বা ওয়াজিব নয়।
তবে সেহরী খাওয়ার দ্বারা রোযার রাখতে শক্তি অর্জন হয়।
তাই সেহরি খাওয়া মুস্তাহাব।   
সুতরাং সাহরী খাওয়া ছাড়াই কেহ রোযা রাখলে রোযা আদায় হয়ে যাবে,পুরোপুরি ছওয়াবও পাবে।
(নাজমুল ফাতওয়া ৩/১৮৫)

এতে ছওয়াবের ভিতরে কোনো কমতি করা হবেনা।
সুতরাং প্রশ্নে উল্লেখিত এই অবস্থাতেই আপনি রোযা রেখে দিন।
অর্ধ দিনের আগেই আপনাকে মনে মনে রোযার নিয়ত করতে হবে।
নতুবা রোযা হবেনা। 

হ্যাঁ যদি আপনার রোযা রাখলে খুব কষ্ট হবে বলে মনে করেন,তাহলে যদি অর্ধ দিনের আগেই রোযার নিয়ত না করে থাকেন,তাহলে রোযা নাও রাখতে পারেন।
.
হাদীস শরীফে এসেছে   
لما فی المشکوۃ (صـ۱۸۱): عن عائشۃ رضی اللہ عنھا قالت دخل علی النبی ﷺ ذات یوم فقال ھل عندکم شی فقلنا لا قال فانی اذا صائم۔الخ
যার সারমর্ম হলো এক দিন রাসুল সাঃ সুবহে সাদিক থেকে কিছুই খাননি,দিনের বেলা বাড়িতে এসে আয়েশা রাঃ জিজ্ঞাসা করলেন যে ঘরে কি খাওয়ার মতো কোনো জিনিস আছে?
তিনি জবাব দিলেন যে না। কিছুই নেই
তখন তিনি রোযা রাখার পুরোপুরি নিয়ত করে ফেললেন। 

,
ফাতাওয়ায়ে শামীতে আছে   
وفی الشامیۃ (۴۱۹/۲): (قولہ ویستحب السحور) لما رواہ الجماعۃ الا ابا داود عن انس قال قال رسول اﷲ ﷺ ’’تسحروا فان فی السحور برکۃ‘‘ قیل المراد بالبرکۃ حصول التقوی علی صوم الغد أوزیادۃ الثواب … ولم أرصریحا فی کلامھم أنہ یحصل السنۃ بالماء وحدہ وظاھر الحدیث یفیدہ وھو مارواہ احمد ’’السحور کلہ برکۃ فلا تدعوہ ولو أن یجرع أحدکم جرعۃ من ماء فان اﷲ وملائکتہ یصلون علی المتسحرین‘‘۔
যার সারমর্ম হলো সেহরী খাওয়া মুস্তাহাব। 
এটা ওয়াজিব বা ফরজ নয়।   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...