আসসালামু আলাইকুম হুজুর,
কাপড়ের উপর স্পর্শের মাধ্যমে হুরমতের ব্যাপারে বলা হয়েছে কাপড় যদি এতটা পাতলা হয় যার উপর থেকে শারীরিক উষ্ণতা অনুভব করা যায়।এই ব্যাপারে খুবই পেরেশানীতে থাকার কারনে নিচের প্রশ্নগুলো করছি।উত্তর দিলে খুবই উপকৃত হতাম।
১।আমার প্রশ্ন হলো কাপড় এমন মোটা হয় যেটার উপর থেকে সরাসরি শারীরিক উষ্ণতা অনুভূত হয় না কিন্তু বেশ কিছু সময় ধরে স্পর্শ হলে শারীরের সাথে লেপ্টে থাকার কারণে কাপড় গরম/ঠান্ডা হয় এবং তখন কাপড়ের সেই গরম/ ঠান্ডা ভাব অনুভূত হয় এক্ষেত্রে বিধান কি?
২।যেমন মা আর ছেলে হয়তো সি এন জি তে করে কোথাও যাচ্ছে, তাদের উভয়ের উড়ু পরস্পরের সাথে লেগে আছে।সেখানে ছেলের পড়নে জিন্স/গ্যাবাটিন এর প্যান্ট এবং বাজারের রেডিমেড পাঞ্জাবি যা বানানো পাঞ্জাবির তুলনায় মোটা কাপড়ের। আর মায়ের পড়নে সূতি সেলোয়ারের উপর জর্জেটের বোরকা রয়েছে।অর্থাৎ তাদের স্পর্শের মধ্যে ৪ টা কাপড় রয়েছে। (এ ধরনের স্পর্শের মধ্যে তো সরাসরি শারীরিক উষ্ণতা বোঝা যায় না।কিছু সময় এভাবে থাকলে কাপড় গরম হয়ে যায় তখন গরম লাগে।)আর সি এন জি তে তো পায়ের অংশ এমনিতেই গরম থাকে।যার কারণে আলাদাভাবেও উষ্ণতা বোঝা যায় না।এক্ষেত্রে বিধান কি?
৩।ভাগ্নীর সাথে স্পর্শের কারণে কি মা-বাবা/বোন-ভগ্নীপতির মধ্যে হুরমত হতে পারে? ।আমার ভাগ্নীর বয়স ৭ বছরের মতো।আগে থেকেই খুব আদরের ছিল।কিন্তু প্রায় বছর খানেক ধরে আমি হুরমতের ওয়াস ওয়াসায় ভুগছি।এখন সে আদর পেতে চায়। গালে চুমো দিতে বলে,আমি কেমন যেন ভয়ে দূরে সরে যাই।যার কারণে ভাগ্নীও দিন দিন দূরে সরে যাচ্ছে।এই বিষয় টা ক্লিয়ার করলে খুবই উপকৃত হতাম।
জাজাকাল্লাহু খাইরান