আসসালামুয়ালাইকুম।
হুজুর এই প্রশ্নটা আপনি বলছেন।
https://ifatwa.info/33089/
যে কাঠে নাপাকি লাগলে যদি তা শুকিয়ে যায় তাহলে তা পাক হবে।
এখন আমাদের বাসায় যেয়ে আলমারি রয়েছে তা কাঠের কিন্তু উপরে রং দেওয়া।
আর উপরে পলিশ করা।
এক্ষেত্রে পাক হবে নাকি?
২ নাম্বার বিষয় হচ্ছে`
এই টেবিলগুলো কাচের বা প্লাস্টিকের অথবা লোহার.
সেগুলোতে নাজাসাতের কোন আলামত নেই।
গন্ধ বর্ণ
অথবা অন্যকিছু`
সে ক্ষেত্রে কি নাপাক হিসেবে গণ্য হবে
যদি তাই হয় তাহলে একবার ভেজা কাপড় দিয়ে পুছে নিতে হবে?
আসসালামুয়ালাইকুম