বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বিশিষ্ট ফকিহ আল্লামা রশিদ আহমদ রাহ,বলেন,
হুরুফে মুতাশাবিহাত তথা সামঞ্জস্যশীল হরফ যেমন, ظ. ض ذ .ز س.ص.ث. ط. ت. এর মধকার উচ্ছারণ পার্থক্য জানা ও আদায় করা ফরয।তাছাড়া অন্যান্য কায়েদা যেমন এজহারের কায়দা,এখফার কায়েদা জানা ও সে অনুযায়ী আ'মল করা মুস্তাহাব। (আহসানুল ফাতাওয়া-৪/৮৫)
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অর্থ পরিবর্তন হয়ে যায় এমনভাবে তেলাওয়াত করলে লাহনে জলী হবে।আর অর্থ পরিবর্তন না হলে তখন লাহনে জলী হবে না।তবে কায়দার বিপরিত হওয়ার দরুণ লাহনে খাফী অবশ্যই হবে।আরবী দূরবর্তী মাখরাজের হরফ সমূহের মধ্য থেকে একটির স্থলে অন্যটি পড়লে তখন অবশ্যই
লাহনে জলী হবে।এ সম্পর্কে বিস্তারিত জানুন-১১২৬
লাহনে জলী অনেকভাবে হতে পারে,তাই মূলনীতি বুঝেনিলে নিজে নিজেই লাহনে জলী ও খফি বুঝে নেয়া সক্ষম হবে।