আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
187 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (28 points)
আমার এক মেয়ের সাথে কয়দিন পর বিয়ে তাকে একদিন বলি,তুমি যদি কোনো ছেলের সাথে নাচো তাহলে তোমার সাথে বিয়ের পর তালাক হয়ে যাবে।আমার নিয়ত  ছিলো এক তালাকের মুখেও শুধু তালাক বলি,(1,2,3)কিছু উল্লেখ করিনি।।কিন্তু শর্তটা সঠিক ভাবে দিয়েছিলাম কিনা এটা বুঝার জন্য হয়তো 2-3 বার বাক্য  টা বলেছিলাম এটা আমি নিশিত না কিন্তু আমি এক তালাক নিয়ত ছিলো।
1.এখন ও ওই কাজ করে ফেল্লে কয় তালাক পতিত হবে?

আর আমি চাইছিনা এসব শর্তের মধ্যে থাকতে ।তাই চাইছি যে,যেদিন বিয়ে করবো অইদিন ই সহবাস এর আগেএক তালাক দিয়ে দিবো ফলে শর্ত শেষ হয়ে যাবে তারপর তখন ই আবার বিবাহ করে নিবো।

2এখন আমার এ পদ্ধতি টি কি ঠিক আছে?নাকি বিয়ে হবেনা তালাকের উদ্দেশ্য থাকার কারণে ?যদিউ আমি তখন ই আবার বিয়ে করে নিবো শুধু শর্ত মুছার জন্য এই পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছি বিস্তারিত  বলবেন।।
by (28 points)
+1
আরেকটু জানার ছিলো দিতিয় যে পদ্ধতি টা বল্লাম এর মাধ্যমে কি বিয়ের আগে দেয়া শর্তযুক্ত তালাক বাতিল হবে??

1 Answer

0 votes
by (583,020 points)
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-

শরীয়তের বিধান হলো বিবাহের পূর্বে তালাক দিলে তালাক হবেনা।
হ্যাঁ যদি সে মুয়াল্লাক তালাক দেয়,তাহলে বিবাহের পর তালাক পতিত হবে।         
★মুয়াল্লাক তালাক দেওয়ার পদ্ধতি হলো কেহ যদি এমন বলে যে আমি যাকেই বিবাহ করবো,সেই তালাক,বা এমন বলে যে  আমি যদি অমুক মহিলাকে বিবাহ করি,তাহলে সে তালাক,বা এমন বলে যে আমি যখনই বিবাহ করিবো,তখনই তালাক ইত্যাদি। 
,
উক্ত শব্দ না বল এমনিতেই কোনো অবিবাহিত পুরুষ  কোনো মেয়েকে বলে  যে আমি তোমাকে মুয়াল্লাক তালাক দিলাম তাহলে তালাক হবেনা।

হাদীস শরীফে এসেছেঃ   

عَنْ الشَّعْبِیِّ أَنَّهُ سُئِلَ عَنْ رَجُلٍ قَالَ لامْرَأَتهِ: کُلُّ امْرَأَةٍ أَتَزَوَّجُهَا عَلَیْک فَهَیَ طَالِقٌ، قَالَ: فَکُلُّ امْرَأَةٍ یَتَزَوَّجُهَا عَلَیْهَا، فَهِیَ طَالِقٌ.
ابن أبي شیبة، المصنف، 4: 65، رقم: 17838، الریاض: مکتبة الرشد

যার সারমর্ম হলো কেহ যদি বলে যে আমি যেই মহিলাকেই বিবাহ করবো,সে তালাক।
তাহলে তালাক পতিত হয়ে যাবে।     

আরো জানুনঃ 

(০১)
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত মেয়ে ঐ কাজ করে ফেললে আপনি সেই মেয়েকে বিবাহ করা মাত্রই এক তালাক পতিত হবে।
এর বেশি নয়।
,
বিবাহের পর আপনাকে তালাক দিতে হবেনা,এটি অটোমেটিক এক তালাক কার্যকর হয়ে যাবে।   
এর পর আপনি আবার নতুন করে তাকে বিবাহ করে নিতে পারবেন।

(০২)
বিবাহ হয়ে যাবে।
তবে বিবাহ হওয়া মাত্র এক তালাক পতিত হয়ে যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...