আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
186 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (47 points)
আসসালামু আলাইকুম শাইখ।


আমার প্রশন গুলো হলো,


১) বিল্ডিং তৈরীর সময় মিস্ত্রি দের কে বলে মাটি/ বালু এগুলো নেওয়া কি জায়েয হবে?


২) ছাদে পরে থাকা প্লাস্টিকের পট হয়তো প্রতিবেশির তা জেনে কাজে লাগানো জায়েয হবে? আর কাজে লাগিয়ে ফেললে কি তাকে আরেকটা এনে দিতে হবে? খুবই সাধারণ একটা পট ফেলানো ছিল। আমার ছোট ভাগনী কুড়িয়ে আনে।


৩) আমার ভাই একবার অন্যের টব না বলে নিয়ে আসে। আমি অইটা ধরতে চাই নাই। তারপর বলেছে যার টব তাকে বলে দিবে যে সে নিয়েছে। তারপর আমি ধরেছি। কিন্তু যার টব তাকে জানানো হয়নি শেষ পর্যন্ত।  আর আমি ও তাদের বলতে পারি নাই, লজ্জার কারণে আমাকে যদিও জুজ্ঞেস করেছিল যে কে নিল! পরে আমি অই টবের নিয়তে অই প্রতিবেশির নামে ১০০ টাকা সাদাকা করে দেই। যেহেতু প্রতিবেশি নাই, তাই টব টা ইউস করি। এতে কি গুনাহ হবে আমার??

1 Answer

0 votes
by (597,330 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।বিদায় এসব পরিত্যাজ্য।
কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা(২৯)

এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ " 
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন- https://www.ifatwa.info/3747

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
যার মাল তার কাছ থেকে অনুমতি নিয়েই আপনি বালু ইত্যাদি নিতে পারবেন।মিস্ত্রি কে বলে নিতে পারবেন না।এটা আপনার জন্য জায়েয হবে না।

(২)
ছাদে পরে থাকা প্লাস্টিকের পট হয়তো প্রতিবেশির তা জেনে কাজে লাগানো জায়েয হবে না। আর কাজে লাগিয়ে ফেললে  তাকে আরেকটা এনে দিতে হবে। তবে যদি পট এমন হয়, যা সাধারণত লোকজন ফেলে দেয়, এবং সেটা আপনি এমন কোনো স্থান থরকে কুড়িয়ে নিয়ে আসেন, যেখানে লোকজন সাধারণত খোজ করবে না বা সেই স্থান সংরক্ষিত নয়, তাহলে এমন পট নিজ কাজে লাগানোর অনুমোদন থাকবে।

(৩)
আপনি প্রতিবেশীকে একশত টাকা হাদিয়া দেয়ার চেষ্টা করবেন।যদি সম্ভব না হয় তাহলে এই একশত টাকার সদকাহ-ই যথেষ্ট বলে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 155 views
...