আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
258 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (12 points)
edited by
আমি আগে গানে আসক্ত ছিলাম। তখন আমি অ্যালবাম কিনেছি। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন। তো আমি অ্যালবামটি কী বিক্রি করে  সাদকা দিতে পারব  কিনা। আবার হারাম কিছু বিক্রি করাও হারাম।  এখন আমি কি করব শাইখ ।

জাঝাকাল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (565,890 points)
উত্তর
بسم الله الرحمن الرحيم 

প্রথমেই মহান আল্লাহর কাছে দোয়া করি,আল্লাহ তায়ালা যেনো আপনাকে আজীবন দ্বীনের পথে রাখেন।    
হিদায়াতের পথে আসতে,চলতে যত মেহনত আপনাকে করতে হয়েছে,বা করতে হবে,সকল মেহনতের আল্লাহ তায়ালা আপনাকে উত্তম জাযা দান করুন।
আমিন। 

★শরীয়তের বিধান হলো গুনাহের আসবাব টিভি, ঢোল,বাদ্যযন্ত্র,গানের এলবাম ইত্যাদি ক্রয় বিক্রয় করা মাকরুহ। 
এটার আমদানিও হারাম।
(কিতাবুন নাওয়াজেল ১০/২৫২)

সুতরাং এগুলো গুনাহের আসবাব ক্রয় বা বিক্রয় করা যাবেনা।
এবং এটা অন্য কাউকে দিবেননা,
কারন এর গুনাহের ভার আপনার উপরেও পরবে।

আল্লাহ তায়ালা বলেন 
تعاونوا  على  البر  والتقوى  ولا  تعاونوا  على  الإثم    والعدوان 
যার শেষাংসে বলা হয়েছে যে তোমরা মন্দ কাজের প্রতি সাহায্য সহযোগিতা করিওনা।   


 তবে যদি কাহারো বাসায় গুনাহের আসবাব, বাদ্যযন্ত্র,  টিভি,গানের এলবাম ইত্যাদি থাকে,তাহলে সে কি করবে?
এটা কি সে বিক্রয় করে দিবে, নাকি  ভেঙ্গে ফেলে দিবে,এই বিষয়ে ইমামদের মাঝে মতবিরোধ রয়েছে।


★ইমাম আবু হানিফা রহঃ বলেছেন যে এটা বিক্রয় করে দিবে।

★ইমাম আবু ইউসুফ রহঃ এবং ইমাম মুহাম্মদ রহঃ বলেন যে এটা ভেঙ্গে ফেলার আগে বিক্রয় করা যাবেনা
আগে ভেঙ্গে ফেলতে হবে,তারপর বিক্রয় করতে হবে।

তবে বিক্রেতার এটা ধারনা হয় যে যার কাছে আমি এই বাদ্যযন্ত্র বিক্রয় করতেছি,সে এটা ব্যবহারও করবেনা,কাহারো কাছে বিক্রয়ও করবেনা।
তাহলে এটা ভেঙ্গে ফেলার পূর্বেই বিক্রয় করা যাবে।     
۔

ফাতাওয়ায়ে শামীতে আছেঃ  

وضمن بکسر معزف … اٰلۃ اللہو کبرط ومزمار ودف، قیمتہ صالحًا لغیر اللہو … وصح بیعہا …، وقالا: لا یضمن ولا یصح بیعہا، وعلیہ الفتویٰ۔ (الدر المختار مع الشامي، کتاب الغصب / قبیل/مطلب: في ضمان الساعي ۹؍۳۰۷ زکریا، الفتاویٰ الہندیۃ، کتاب البیوع / الفصل الخامس في بیع المحرم الصید وفي بیع المحرمات ۳؍۱۱۶)

যার সারমর্ম হলো এই বাদ্যযন্ত্র বিক্রয় করা জায়েজ আছে,তবে ইমাম আবু ইউসুফ রহঃ এবং ইমাম মুহাম্মদ রহঃ এর মতে এটা বিক্রয় করা জায়েজ নেই। 
এটার উপরেই ফতোয়া।            
,

ফাতাওয়ায়ে আলমগীরী তে আছেঃ   

ویجوز بیع البرط والطبل والمزمار … وأشباہ ذٰلک في قول أبي حنیفۃ وعندہما لا یجوز بیع ہٰذہ الأشیاء قبل الکسر۔ (الفتاویٰ الہندیۃ، کتاب البیوع / الفصل الخامس في بیع المحرم الصید وفي بیع المحرمات ۳؍۱۱۶، الدر المختار مع الشامي، کتاب الغصب / مطلب: في ضمان منافع الغصب ۹؍۳۰۷، کتاب الحظر والإباحۃ / باب الاستبراء وغیرہ، فصل في البیع ۵۶۲ زکریا)

যার সারমর্ম হলো ইমাম আবু হানিফা রহঃ এর মতে এসব বাদ্যযন্ত্র বিক্রয় করা জায়েজ আছে।
তবে ছাহেবাইন রহঃ এর মতে এটা ভেঙ্গে ফেলার পূর্বে বিক্রয় করা জায়েজ নেই। 
,

★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে গানের এলবাম আপনি সরাসরি ভেঙ্গে ফেলবেন।
বিক্রয় করা ঠিক হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...