আসসালামু আলাইকুম,,,
আমাদের বাড়িতে এই সময় দেখা যায় ইঁদুরের উপদ্রব বাড়ে। পায়ে দেখা যায় অনেক সময় ইঁদুরের পায়খানা লাগে। অনেক সময় টের পাই অনেক সময় পাইনা। টের পেলে ধুয়ে আসি। আমি সুন্নত তরিকায় খাবার খাওয়ার চেষ্টা করি। তাই ডাইনিং এর খাটে বাবু হয়ে বসে খাই। খাটে আবার র‍্যাকসিন পাড়া। খাওয়ার পর দেখা যায় পায়ে ময়লা। হয়ত কোন সময় পায়ে লেগেছিল। কখনো কম আবার কখনো বেশি। আবার অনেক সময় আগিয়ে পিছিয়ে বসা হয়। এর জন্য কি আমার কাপড় বা র‍্যাকসিন নাপাক হবে?? এই নাপাকি দেখা গেলে শুকনা টিস্যু দিয়ে মুছে ফেললেই কি পাক হবে?? আবার পায়ে নাপাকি থাকে কিন্তু বিছানায় পা পড়ার পর যদি নাপাকি না দেখা যায় তবে কি নাপাক হবে না?? আবার অনেক সময় ভেজা পায়ে খাটে বসা হয়। এর জন্য কি কাপড় নাপাক হবে??