ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/6410 নং ফাতাওয়ায় বলেছি যে,
ওজুর ফরয চারটি যথাঃ-
(১)
চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
(২)
দুনু হাত কনুই সহ ধৌত করা।
(৩)
দুনু পা টাখনু সহ ধৌত করা।
(৪)
মাথার এক চতুর্তাংশ মাসেহ করা।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যদি নামায পড়ার পূর্বে আপনি অজু করে থাকেন, এবং অজুর পূর্বে আপনার হাতে আটা লাগার সম্ভাবনা থাকে, তাহলে আপনার এই নামায হয়নি। বরং উক্ত নামাযকে আবার দোহড়াতে হবে।
(২)
যেহেতু আপনি তাহাররি তথা যাচাইবাচাই করে কিবলা ঠিক করে নামায পড়েছেন, তাই আপনার উক্ত নামাযকে আর পড়তে হবে না।
(৩)
জ্বী, মনযোগ সহকারে নামায পড়ার চেষ্টা করবেন।তারপরও যদি শয়তান মনযোগ বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে এতে আপনার কোনো সমস্যা হবে না।বরং আপনার নামায হয়েই যাবে।