আসসালামু আলাইকুম শাইখ।
১) নিচের হাদিসটা কি সহিহ? আমলযোগ্য?
// ❝দুঃশ্চিন্তাযুক্ত মানুষের কানে আযান দেওয়া❞
❝দুঃশ্চিন্তাগ্রস্থ মানুষের কানে আযান দিলে তার দুঃশ্চিন্তা দূর হয়।❞
হযরত আলী (রদি.) বলেন, রসূল (ﷺ) আমাকে দেখে বললেন, ❝আলী! আমি তোমাকে দুঃশ্চিস্তাগ্রস্থ দেখছি? আমি বললাম, হ্যাঁ। রসূল (ﷺ) বললেন, তোমার পরিবারের কাউকে তোমার কানে আযান দিতে বল। কেননা আযান দুঃশ্চিন্তার জন্য ঔষধ স্বরূপ।❞
হযরত আলী (রদি.) বলেন, ❝আমি এ কাজ করলে আমার দুঃশ্চিন্তা দূর হয়ে গেল।❞
- [কানযুল উম্মাল, খঃ ২, পৃঃ ৬৫৮] //
২) স্ত্রীর, সন্তানের হক আদায় এবং চাহিদা পূরণ না করে এবং স্ত্রী অসন্তুষ্ট হবে এবং অনুমতি না দিলে, ৪০ দিনের জন্য চিল্লায় যাওয়া কি বৈধ হবে স্বামীর জন্য?
জাযাকাল্লাহু খাইরান।