আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
234 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)
edited by
ইসলামে পুণ্যবতী নারীদের জন্য মা হওয়া অনেক সম্মানের তার সাথে গৌরবের এবং তবে পূর্ণবতী নারীরা যারা  মা হওয়ার ক্ষমতা রাখে না  যারা এই সম্মান থেকে বঞ্চিত তাদের জন্য ইসলাম কি ব্যবস্থা রেখেছে?

1 Answer

0 votes
by (685,120 points)
উত্তর
بسم الله الرحمن الرحيم 

পূন্যবতী নারীদের মর্যাদা ইসলামে অপরিসীম। 
তাদের ব্যাপারে হাদীস শরীফে অনেক মর্যাদার কথা উল্লেখ রয়েছে।
এক্ষেত্রে কোনো পৃথক করা হয়নি যে সন্তানের মা না হতে পারলে সে ঐ সমস্ত মর্যাদা পাবেননা,এমনটি বলা হয়নি।
নেককার মহিলারা জান্নাতে হুরদের সর্দার হবে। 
(আপকে মাসায়েল আওর উনকা হল ১/৩৪০)

দুনিয়া এবং আখেরাতে তাদের মর্যাদা অনেক উঁচু। 
۔
হাদীস শরীফে এসেছে  
وَعَنْ عَبْدِاللّٰہِ ابْنِ عَمْرٍوْ ؓ قَالَ قَالَ رَسُوْلِ اللّٰہِ ﷺ الدُّنْیَا کُلُّھَا مَتَاعٌ وَخَیْرٌ مِتَاعِ الدُّنْیَا الْمَرْاۃُ الصَّالِحَۃُ۔ (رواہ مسلم)
شکوٰۃ شریف ص ۲۶۱
রাসুল সাঃ বলেন দুনিয়ায় মধ্যে সবচেয়ে উত্তম সামগ্রী  হলো  পূন্যবতী তথা নেককার মহিলা। 

অন্য এক হাদীস শরীফে আছে   
وَعَنْ اَبِیْ اُمَامَۃَ ؓ عَنِ النَّبِیِّ ﷺ اَنَّہٗ کَانَ یَقُوْلُ مَااسْتَفَادَ الْمُوْمِنُ بَعْدَ تَقْوَی اللّٰہِ خَیْرًالَّہٗ مِنْ زَوْجِۃٍ صَالِحَہٍ اِنْ اَمَرَھَا اَطَاعَتْہٗ وَاِنْ نَظَرَ اِلَیْھَا سَرَّتْہُ وَاِنْ اَقْسَمَ عَلَیْھَا اَبَرَّتْہٗ وَاِنْ غَابَ عَنْھَا نَصْحَتْہُ فِیْ نَفْسِھَا وَمَالِہٖ۔ (رواہ ابن ماجہ)
রাসুল সাঃ বলেন মুমিনের জন্য আল্লাহ ভিরুতার সবচেয়ে উত্তম হলো পূন্যবতী তথা নেককার মহিলা।    
,

★সুতরাং মা না হতে পারলেই যে কোনো মহিলা মর্যাদা পাবেননা,বিষয়টি এমন নয়। 

কোনো মহিলা পূন্যবতী হতে পারলে ইসলামে এর অপরিসীম মর্যাদা রয়েছে।    


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...