আসসালামু আলাইকুম ,এমন একটা সংগঠন আছে যারা মানুষের ব্যবহৃত কাপড় সংগ্রহ করে গরিব দের মধ্যে বিলি করে .যারা কাপড় দেয় তারা কোনো শর্ত ছাড়াই সাদকার নিয়তে দিচ্ছে ওই সংগঠন কে কিন্তু পরবর্তীতে ওই সংগঠন প্রত্যেকটা জামা 10 টাকা র বিনিময়ে গরিবদের দিচ্ছে .আমার প্রশ্ন হলো -
1.আমি কি আমার ,বাচ্চার অতিরিক্ত জামাকাপড় ওই সংগঠন কে দিতে পারবো ?যেহেতু আমি সাদকাহ এর নিয়তে দিচ্ছি .আর শহর জীবনে কাকে দিবো তেমন মানুষ ও খুঁজে পাচ্ছিনা বিধায় তাদেরকে দিয়েই হালকা হওয়া যাচ্ছে .কিন্তু তারা তো নিয়ে যাওয়ার পর 10 টাকার বিনিময়ে তা দিচ্ছে গরিবদের .এক্ষেত্রে কি আমার সাদকাহ কবুল হবে ?
2.আমার স্বামীর চাকরির খাতিরে আমাকে কিছু অনুষ্ঠানে এটেন্ড করতে হয় ,এবং পরিপূর্ণ পর্দা করেই এটেন্ড করি আলহামদুলিল্লাহ .এক্ষেত্রে কি আমি শরীয়তে উল্লেখিত কাপড়ের পরিমানের চেয়ে কিছু বেশি কাপড় ,মানে বোরখা রাখতে পারি ?যেহেতু আমার ওসব জায়গায় এটেন্ড করতে হয় .অতিরিক্ত কিছু কাপড় রাখলে কি আমি গুনাহগার হয়ে যাবো ?