بسم الله الرحمن الرحيم
জবাব,
*শরীয়তের বিধান হলো
যদি ডিম পঁচে যায়,গন্ধ বের হয়,তাহলে সেটি
খাওয়া জায়েজ নেই।
আল্লাহ তা’আলার বাণীঃ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن
طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ
আমি যে রিয্ক তোমাদের দিয়েছি তা থেকে পবিত্রগুলো
আহার কর- (সূরাহ আল-বাক্বারাহ ২/১৭২)।.
তিনি আরও বলেনঃ
يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ
الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا ۖ إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
পবিত্র বস্তু থেকে আহার কর এবং সৎ কর্মশীল হও। তোমরা
যা করছ আমি তা জানি- (সূরাহ আল-মু’মিনূন ২৩/৫১)।
*নবী করিম (সা.)-এর
সহধর্মিণী আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একটি বালিশ
বা গদি কিনে এনেছিলাম, যার মধ্যে ছবি ছিল। যখন রাসুলুল্লাহ (সা.)
সেই ছবিটি দেখলেন, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন; ভেতরে প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যে তাঁর চোখে এটা অত্যন্ত অপছন্দনীয়
ব্যাপার। আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আল্লাহর কাছে তাওবা
করছি এবং তাঁর রাসুলের কাছে ফিরে আসছি। আমি কী অন্যায় করেছি? তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, এ গদি কিসের জন্য?
আমি বললাম, এটা আপনার জন্য খরিদ করে এনেছি,
যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন,
এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে,
যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও এবং তিনি আরো বলেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে
না। (সহিহ বুখারি, হাদিস : ৫১৮১)
অপর বর্ণনায় রয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ঘরে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে, সে ঘরে ফেরেশতা
প্রবেশ করেন না। (বুখারি, হাদিস : ৫৯৪৯)
আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত।
তিনি বলেন, রাসুলুল্লাহ
(সা.) বলেছেন, জিবরাঈল (আ.) আমার কাছে এসে বলেন, গত রাতে আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু আমি প্রবেশ
করিনি। কারণ ঘরের দরজায় ছবি ছিল। ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত পর্দা এবং ঘরের ভেতরে ছিল
কুকুর। সুতরাং আপনি ঘরে ঝুলানো ছবির মাথা কেটে দেওয়ার আদেশ করুন, তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে। আর পর্দাটি কেটে দুটি বালিশের ভেতরের কাপড়
বানাতে আদেশ করুন এবং কুকুরটিকে বের করে দেওয়ার নির্দেশ দিন। রাসুলুল্লাহ (সা.) উপদেশমতো
কাজ করলেন। কুকুরটি ছিল হাসান বা হুসাইনের এবং তা তাদের খাটের নিচে শুয়ে ছিল,
তিনি সেটাকেও বের করে দেওয়ার আদেশ দেন। ফলে তা বের করে দেওয়া হলো। (আবু
দাউদ, হাদিস : ৪১৫৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১.আমরা সাধারণত সিদ্ধ বা ভাজা ডিম
খেয়ে থাকি। কারণ, তা হালাল একটি খাদ্য। কাঁচা ডিম খাওয়াতেও কোন সমস্যা নেই যদি ডাক্তারদের
দৃষ্টিতে এতে কোন প্রকার ক্ষতির আশঙ্কা না থাকে।
২. ঘরে ছবি বা কুকুর থাকলে ফেরেশতা
প্রবেশ করে না মর্মে একাধিক হাদীস পাওয়া যায়। কিন্তু প্রশ্নোক্ত বিষয়টি কুরআন ও হাদীসে
কোথাও পাওয়া যায় না বিধায় এটি ভিত্তিহীন একটি কথা। বরং সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন ও
পবিত্র থাকতে ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে।