আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় আছি। একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি শেষ এক বছর যাবত। এই কোম্পানি মূলত বিদেশি আরেকটা কোম্পানির জন্য কাজ করে। জয়েন করার সময় তারা বলেছিলো ভিডিও ইন্জিনিয়ারিং নিয়ে কাজ করে।
জয়েন করার পর যা বুঝলাম তা হচ্ছে, ওই কোম্পানি মূলত ভিডিও ব্রডকাস্টিং সলুশনস বানায়। মানে, যে কোন টিভি/স্পোর্টস/মিডিয়া আমাদের এইসব সফটওয়্যার ইউজ করে তাদের ভিডিওগুলো তাদের কাস্টমারদেরকে দেখাবে। যদিও আমাদের কোম্পানির সলুশনস গুলো স্বাধীন, মানে যে কেউ যে কোন ভিডিও টেলিকাস্ট করতে পারবে, কিন্তু, ম্যাক্সিমাম কাস্টমারই হচ্ছে জাতীয়/আন্তর্জাতিক ফুটবল, বাস্কেটবল, বক্সিং এবং নিউজ চ্যানেল(বিবিসি) এর।
আমি ব্যাক্তিগতভাবে যেই কাজ করি তার একটা উদাহরণ দেইঃ ধরুন, আমি একটা সফটওয়্যার বানালাম যেটা কোন একটা স্পেসিফিক প্লেলিস্ট থেকে কোন ভিডিও(কাস্টমারদের) কখন চলবে সেটার তথ্য নিবে, তারপর এক্সাক্টলি ওই সময় ওই ভিডিও টেলিকাস্ট করবে। এবং ভিডিও চলাকালীন সময় কোন সমস্যা হচ্ছে কিনা সেটার রিপোর্ট তৈরী করবে, ভিডিওর ডিটেলস তথ্য ডেটাবেজে সংরক্ষন করবে। মোটকথা, কাস্টমার আমাদেরকে ভিডিও/স্ট্রিম দিবে, আমরা সেটাকে এনালাইসিস করে, নির্দিষ্ট সময়ে টিভিতে সম্প্রচার করবো।
এই সফটওয়্যার বানানোর পর দেখলাম আন্তর্জাতিক বাস্কেটবল সংস্থা আমাদের এই সফটওয়্যারটি ব্যাবহার করছে।
এমতাবস্থায়, আমার উপার্জন কি হালাল? আমি বেশ কনফিউশন/দুশ্চিন্তায় আছি।
যদিও, জয়েন করার আগে আমি ব্যাপারটা ভালোভাবে জানতাম না এবং পরে জানার পর তাদের একজনকে জিগ্যেস করলে, তিনি বলেন, তারা কোন এক বিখ্যাত মুহাদ্দিসের সাথে পরামর্শ করেই কাজ করেন। মানে, উনারা বিষয়টাকে হালালই মনে করেন।