আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
1,040 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (18 points)
আসসালামু আলাইকুম শায়েখ।
১. পায়ে ধরে সালাম করা যে নাজায়েজ এবং বিধর্মীদের সংস্কৃতি তা আমি আমার মা বাবাকে অনেক করে বুঝিয়েছি। কিন্তু তারা সব মেনে নিলেও কিছু মুরব্বিদের সালাম করার জন্য আমাকে বাধ্য করছেন। তারা বলে দিয়েছেন তাদেরকে, নানা, নানি, দাদিকে এবং চাচা চাচিকে অবশ্যই এভাবে সালাম করতে হবে। আর বাকিদের করতে হবে না। এভাবে না করলে নাকি সবাই বেয়াদব ভাববে। আর যাদের কথা বলেছি তাদেরকে বোঝানো তো অসম্ভব। কারণ তাদের এ সম্পর্কে জ্ঞান নেই। এখন আমি কি করবো? মা বাবার সামনে তো করতেই হবে। না হলে তারা খুব বেশি কষ্ট পাবে। শুধু তাদের কথা মানার জন্য যদি বাধ্য হয়ে করতে হয়, তাহলে কি আমার গুনাহ হবে? এই পায়ে এগিয়ে সালাম করার রীতিটা মারাত্মক ব্যাধি হয়ে গেছে। ঈদের সময় আরো বেশি করতে হয়। আমি কি করবো শায়েখ?  আমাকে উপায় বলে দিন।
২. মা বাবা যদি তাদের সন্তানকে দিয়ে জোর করে কাউকে জন্মদিনের উইশ পাঠাতে বলে ম্যাসেজের মাধ্যমে এবং যদি তার অনিচ্ছা সত্ত্বেও সে পাঠায়, তবে কি তার গুনাহ হবে??
৩. আমার এক বোন কয়েক বছর আগে অজ্ঞাতবসত একটি গানের বই কিনে ফেলেছে। কিন্তু সে সেটা ব্যবহার করে নি এবং এতদিন তার কাছে পড়ে ছিল। এখন সে কি বইটা তার বিধর্মী সহপাঠীকে দিয়ে দিবে যার এমন বই দরকার? কারণ বইটা এখনো নতুন। নাকি সে বইটা অন্যান্য বাতিল খাতার সাথে বিক্রি করে দিবে?

দুঃখিত শায়েখ বেশি লিখে ফেলার জন্য। জাযাকাল্লাহ।

1 Answer

0 votes
by (603,090 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শরীয়ত যে সমস্ত বিষয়ে বৈধ বলেছে,সে সকল বিষয়ে মাতাপিতার বাধ্যতা স্বীকার করা ওয়াজিব।কিন্তু কোনো হারাম বা নাজায়েয কাজে মাতাপিতার বিধিনিষেধের উপর আ'মল করা ওয়াজিব নয়।বরং এক্ষেত্রে মাতাপিতার উল্টো গিয়ে শরীয়তের বিধানের উপর আ'মল করা ওয়াজিব।বিস্তারিত জানুন- 1722

(১ এবং ২)
পায়ে ধরে সালাম করা বিজাতীয় সংস্কৃতি। যেজন্য কারো পায়ে ধরে সালাম করা যাবে না।এমনটা করা হারাম।জন্মদিন পালন করাও বিজাতীয় সংস্কৃতি যা হারামের আওতাধীন। সুতরাং এ সম্পর্কে মাতপিতার বিধিনিষেধের কোনো তোয়াক্কা করা যাবে না।বরং এক্ষেত্রে শরীয়তের বিধি-বিধান কেই সযত্নে মানতে হবে।এ জন্য যদি মাতপিতার অন্তরে কষ্ট হয়,তা হোক।এটা নিশ্চিত যে,এ ব্যাপারে তাদের কোনো বদ-দু'আর সন্তানের উপর কোনো প্রভাব ফেলবে না।

সালাম করা নবীজী সাঃ এর সুন্নাত।কাউকে সালাম দিতে হলে মূখ দিয়ে উচ্ছারণ করে "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ "বলতে হবে।কেননা এটাই ছিলো রাসূলুল্লাহ সাঃ এর রীতিনীতি ও পদ্ধতি।পা ছূয়ে বা হাত নেড়ে সালাম করা বা সম্মান প্রদর্শন করা নবীজী সাঃ এর রীতিনীতি ছিল না। বরং এটা সরাসরি সুন্নাত বহির্ভূত কাজ।এবংবেদআত।যা অবশ্যই বর্জনীয়। মা-বাবা বা কোন নেককার বুজুর্গের হাত-পা ও কপালে বরকতের নিয়তে ছুমা দেওয়াকে অধিকাংশ  ফুকাহায়ে কেরাম জায়েয মনে করেন।তবে মাথা নূয়ে পায়ে ছুমা দেওয়া সম্পর্কে ফুকাহাদের মধ্যে মতপার্থক্য পরিলক্ষিত হয়।অধিকাংশের মতে বৈধ রয়েছে।কিন্তু পায়ে ধরে শশুড়-শাশুড়ি কে সালাম বা সম্মান প্রদর্শনকে কেউ -ই বৈধ মনে করেন না।(জাওয়াহিরুল ফিকহ,১/২০০)

(৩) প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাইবোন!
গোনাহের কাজে সহায়তা হয় এমন জিনিষের ক্রয় বিক্রয় নিয়ে মতবিরোধ রয়েছে-
উত্তম হল এটাই, বিক্রি করে তার মূল্য সদকাহ করে দিবেন।বিস্তারিত জানুন- 2792


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...