ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
আল্লাহ তায়ালা বলেন-
وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ
وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
তোমরা সত্যকে মিথ্যার সাথে
মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না। (সূরা বাকারা, আয়াত নং-৪২)
তিনি অন্যত্রে ইরশঅদ করেন-
ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ
إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
তোমরা স্বীয় প্রতিপালককে
ডাক, কাকুতি-মিনতি
করে এবং সংগোপনে। তিনি সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। (সূরা আরাফ, আয়াত নং-৫৫)
তিনি আরো বলেন-
وَاذْكُر
رَّبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ
بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ
আর স্মরণ করতে থাক স্বীয়
পালনকর্তাকে আপন মনে ক্রন্দনরত ও ভীত-সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার
করে বলা অপেক্ষা কম; সকালে ও
সন্ধ্যায়। আর বে-খবর থেকো না। (সূরা আরাফ, আয়াত নং-২০৫)
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন!
১. না, এই ক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ।
২. আপনার ইচ্ছা, চাইলে জানাতে পারেন আবার নাও পারেন। তবে
অবশ্যই যদি এই বিষয়ে সরাসরি তারা আপনাকে কোন দিন বলে তাহলে তাদেরকে সত্যটা বলে
দিবেন।
৩. এটা আল্লাহ তায়ালা ভালো জানেন।