বিসমিহি তা'আলা
সমাধানঃ-
হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযি থেকে বর্ণিত,
ﻋَﻦْ ﺟَﺎﺑِﺮِ ﺑْﻦِ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺃَﻥَّ ﺭَﺟُﻼ ﻗَﺎﻝَ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺇِﻥَّ ﻟِﻲ ﻣَﺎﻻ ﻭَﻭَﻟَﺪًﺍ ﻭَﺇِﻥَّ ﺃَﺑِﻲ ﻳُﺮِﻳﺪُ ﺃَﻥْ ﻳَﺠْﺘَﺎﺡَ ﻣَﺎﻟِﻲ ﻓَﻘَﺎﻝَ ﺃَﻧْﺖَ ﻭَﻣَﺎﻟُﻚَ ﻷَﺑِﻴﻚ
َ
একব্যক্তি রাসূলুল্লাহ সাঃ এর নিকট এসে বলল,হে রাসূলুল্লাহ সাঃ আমার কিছু মাল রয়েছে এবং সাথে সন্তানাদি ও আছে।আমার পিতা আমার সম্পদকে নিয়ে নিতে চাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাঃ বললেনঃ আপনি এবং আপনার সম্পদ আপনার পিতার জন্য বৈধ।
সুনানে ইবনে মাজাহ-হা,নং২২৯১
ইবনে হিব্বান-পৃ,নং২/১৪২
মুসনাদে আহমাদ-৬৯০২
ফাতহুল বারি-৫/২১১
নাসবুর রা'য়া-৩/৩৩৭
সন্তানে সম্পদে পিতার হস্তক্ষেপ সম্পর্কে আলোচনা কিছুটাব্যাখ্যা সাপেক্ষ।
শায়েখ ইবনে উছাইমিন রাহ বলেন,
যদি সন্তানের সম্পদ থাকে, তাহলে পিতা সেই সম্পদে হাত সম্প্রসারণ করতে পারবেন।
তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত প্রযোজ্য।যথা-
ক)
পিতা কর্তৃক সন্তানের সম্পদ নিয়ে নেয়া উক্ত সন্তানের জন্য ক্ষতিকর হতে পারবে না।যেমন সন্তানের শীতের চাদর বা ক্ষুধা নিবারণের বস্তু নিয়ে নেয়া,যা পিতার জন্য জায়েয হবে না।
খ)
যে সম্পদ পিতা নিয়ে নিতে চাচ্ছেন, তা সন্তানের বিশেষ প্রয়োজনাধীন বস্তু হতে পারবে না।যেমন,সন্তানের একটি বাদী বা গাড়ী রয়েছে।পাশাপাশি অন্যটি ক্ররিদ করা সন্তানের জন্য অদ্য সম্ভবপর ও নয়।তাহলে এমতাবস্থায় পিতার জন্য সন্তানের ঐ সমস্ত জিনিষ নিয়ে নেয়া কখনো বৈধ হবে না।
গ)
পিতা কোনো এক সন্তানের নিকট থেকে মাল নিয়ে অন্য সন্তানকে দেয়ার নিয়ত করতে পারবে না।যদি এমনটা করেন তাহলে এমতাবস্থায় পিতার জন্য সন্তানের নিকট থেকে মাল নিতে পারবেন না। বৈধ হবে না।
ফাতাওয়া আল-ইসলামিয়্যাহ-৪/১০৮
ঘ)
সর্বোপরি এক্ষেত্রে পিতার জন্য মালের যথেষ্ট প্রয়োজন থাকতে হবে।
সু-প্রিয় দ্বীনী ভাই!
আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনার পিতামাতা র প্রয়োজন পূরনার্থে আপনার জন্য উদ্যোগী হওয়া অতিব জরুরী। আপনার একান্ত দায়িত্ব ও কর্তব্য।
তাই আপনি আপনার পিতার মাতার জন্য সামর্থ্য অনুযায়ী ঘড়বাড়ি বানিয়ে দেন।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ।