আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
302 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
Shaykh/Mufti,

 Assalamu Walaikum Waa Rahmatullah Waa Barakatuh. Few months,ago, my husband got angry on me about the reason that, my little daughter got hurt by falling back side. Then she got hurt on her head a little bit. For this reason, suddenly my husband got very angry on me after that started hit me with hands, hit my head into the wall by cought my neck. I was trying to stop him and was trying to save me from him. But i don't know why, he couldn’t stop him anyway. Again he was trying to beats me with wooden piece one my forehead, already i was very injured my back head and my forehead, my body another side too. I was not notice him as my husband!! he seems to me as unknown person, who wanted to kill me! I couldn’t stop him at any way, my little girl was also crying loudly. His eyed, his face, his body language was extreme level dangerous that time. The incidence was happening minimum half n hour. In that case i tried to call my mother to sent my elder brother to safe ma, as he was trying to kill me! He wasn’t seems as normal ever. His anger, his movement too! Aftertaste that i call my mother to send my brother. Then he take the mobile by force with me and broken it very rudely. Then he said three talaq by saying one talaq two talaq three talaq.He also used my father name too. But he did many abnormal behaviour with me with my brother after his coming, also he tried to kill Himself by knife, also wanted to jump from fifth floor where we live. In that situation, what would be the say of our Islami Shariah? He cannot remember what he did with me and what said to me? Doctor also prescribed that he was suffering very much mental disorder by effected three types of mental disease. This type patients cannot remember and say what he did and say? Also he is suffering unnecessary unsafe behaviour attitude, that someone wants to kill him, someone follow him to kill etc. He had no any intention to do those behaviour attitude with me ever!  Ha loves me a lot,  he cared me my daughter too much. Those was happened unintentional
Note: His abnormal behaviour was going from last two years. But I don't have way to treatment him as well. Because he was over reacted with me any reason. My husband is schizophrenia patient and also have two more mental disease.
In that situation, what would be the say of our Islami Shariah?


Nafia Sultana
From

Bangladesh

1 Answer

0 votes
by (606,450 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
https://www.ifatwa.info/182 নং ফাতাওয়ায় বলেছি যে,
এ প্রশ্নের জবাব বুঝতে হলে বিশিষ্ট ফকীহ আল্লামা ইবনে আবেদিন শামী রাহ, এর নিম্নোক্ত আলোচনা বুঝতে হবে যা তিনি রদ্দুল মুহতার নামক অমর গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন।
অর্থ- হাফিজ ইবনুল ক্বাঈয়ুম রাহ "রিসালাতুন ফি তালাকিল গাদবান"নামক গ্রন্থে বলেনঃ রাগান্বিত অবস্থায় তালাক তিন প্রকারঃ

(১)রাগের প্রথমিক কিছু চিন্থ প্রকাশ পাবে,তবে তার জ্ঞানে কোনো পরিবর্তন আসবে না,এবং সে যা কিছু বলবে তা বুঝতে পারবে।এমতাবস্থায় তলাক পতিত হবে।এতে কোনো সন্দেহ নেই।

(২)চুরান্ত পর্যায়ে রাগান্বিত হওয়া অর্থ্যাৎ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা।সে যা বলছে কিছুই বুঝতে পারছেনা।এবং যা কিছু এখন তার মুখ থেকে বের হচ্ছে,তা বলারও আপাতত কোনো ইচ্ছা না।এমতাবস্থায় তালাত পতিত হবে না।এবং এতে কোনো সন্দেহ নেই।

(৩)উক্ত দু-অবস্থার মধ্যবর্তি অবস্থা,
মূলত এ তৃতীয় অবস্থার হুকুম নিয়েই ফুকাহায়ে কেরামদের মধ্যে মতানৈক্য রয়েছে।
ইবনুল কাইয়্যিম রাহ, এর মতে তালাক পতিত না হওয়াটাই যুক্তিসংগত।তবে "গায়তুল হাম্বলীয়্যাহ" নামক কিতাবে হাম্বলী মাযহাবের ফাতাওয়া তার উল্টো বর্ণিত রয়েছে।তথায় তালাক পতিত হওয়ার কথাই উল্লেখ রয়েছে।এবং এ অভিমতটাই আমাদের মতে কুরআন-সুন্নাহর সাথে সবচেয়ে বেশী সামঞ্জস্যশীল।(রদ্দুল মহতার,খঃ৩-পৃঃ২৪৪)

ইমদাদুল ফাতাওয়া -২/৪০৫
ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১২/৩০৫
আল্লাহ-ই ভালো জানেন।

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জ্বী, আপনার স্বামীর অবস্থা ও পরিস্থিতি শুনে মনে হচ্ছে যে, আপনার স্বামী প্রথম পর্যায়ের রাগান্বিত ছিলেন। সুতরাং আপনার স্বামীর দেওয়া তালাক পতিত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (6 points)
শায়খ,  উনি হিতাহিতজ্ঞানশূন্য এর মতো ই হয়েছিল কারণ সে কোনভাবেই শান্ত হচ্ছিলো না আমাকে মারার অবস্থায়।  এবং সেই পরিস্থিতিতে ই কিন্তু সে কথাগুলো বলেছিল। 
শায়খ উনি যে সম্পুর্ন রুপে একজন মানুষিক রুগী হয়েছিলেন তার প্রমাণ আজকের এই পর্যন্ত তিনি তার বাড়ির সীমানার বাইরে যেতে ভয় পান। তার মা কিছুদিন আগে হার্ট অ্যাটাক করে এখন অবস্থা সংকটাপন্ন।  এরপরেও সে বাহির হয়নাই তাকে নিয়ে হাসপাতালে যায় নাই, অন্য মানুষকে দিয়ে পাঠায়। সেদিন সে নিজের গলায় ছুরি ধরেছিল, ৫ তালার বারান্দা থেকে লাফ দিয়ে আত্বহত্যার চেষ্টা করেছিলো এতো গুলো ঘটনা একের পর এক ঘটায়। সেই পরিস্থিতিতে কি একজন সুস্থ মানুষ এরকম করতে পারে শায়খ? লাইফ স্প্রিং এর ডাক্তার কুশল বলেছেন তিনি মারাত্বক ভাবে মানুষিক রোগে আক্রান্ত। 
মনোরোগ ক্লিনিকের ডাক্তার তরিকুল ইসলাম প্রেসক্রিপশন করেন তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা দরকার। ওই রাতের ঘটনায় আমি নিজেই মানুষিক ভারসাম্য হীন হয়েছিলাম কয়েক মাস। 



by (606,450 points)
স্বামীর অবস্থা বুঝতে পেরেছি।আপনাকে তো বলে দিয়েছি যে, তালাক হবে না।
by (6 points)
শ্রদ্ধেয় শায়খ, উনার রাগের যে অবস্থা ছিলো সেটা কি আপনার দেয়া উল্লিখিত ৩ অবস্থার মধ্যে ২য় অবস্থার মধ্যে পড়েনা?
২)চুরান্ত পর্যায়ে রাগান্বিত হওয়া অর্থ্যাৎ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা।সে যা বলছে কিছুই বুঝতে পারছেনা।এবং যা কিছু এখন তার মুখ থেকে বের হচ্ছে,তা বলারও আপাতত কোনো ইচ্ছা না।এমতাবস্থায় তালাত পতিত হবে না।এবং এতে কোনো সন্দেহ নেই।
by (606,450 points)
জ্বী, তালাক পতিত হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 101 views
...