আসসালামু আলাইকুম,
একজনের সুন্নতে খাৎনা উপলক্ষে অনুষ্ঠান হবে, কিন্তু তার বাবা একটা ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, তবে তাদের এর পাশাপাশি রিকশার ব্যাবসাও আছে, যেখান থেকে মেইন ইনকাম আসে, কারণ কোম্পানিতে যে মাসে যেমন ক্লায়েন্ট আনতে পারবে সে হিসেবে বেতন দেওয়া হয়, নির্দিষ্ট কোনো বেতন নেই, তাদের অনুষ্ঠানে খাওয়া কি জায়েজ হবে? আর কিছু টাকা হাদিয়া হিসেবে দেওয়া হয় পরিবার থেকে, তবে কি ওটাকে খাবারের মুল্য হিসাবে নিয়ত করলে তা জায়েজ হবে?