আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
265 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (-1 points)
closed by
আসসালামু আলাইকুম,

১/ কেউ যদি বাসা থেকে লুকিয়ে বিস্কুট-চানাচুর খায় তবে কি সেটা চুরি হবে? আর এর শাস্তি কি?

২/ লুকিয়ে মায়ের ব্যাগ/ বাবার পকেট থেকে কিছু টাকা বের করে নিলে সেটা কি চুরি হবে? আর এর শাস্তি কি?
closed

1 Answer

0 votes
by (697,400 points)
selected by
 
Best answer
বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-
হযরত সা'দ রাযি থেকে বর্ণিত
وَعَنْ سَعْدٍ قَالَ: «لَمَّا بَايَعَ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - النِّسَاءُ، قَامَتِ امْرَأَةٌ جَلِيلَةٌ كَأَنَّهَا مِنْ نِسَاءِ مُضَرَ، فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ إِنَّا كَلٌّ عَلَى آبَائِنَا وَأَبْنَائِنَا وَأَزْوَاجِنَا فَمَا يَحِلُّ لَنَا مِنْ أَمْوَالِهِمْ؟ قَالَ: " الرَّطْبُ تَأْكُلْنَهُ وَتُهْدِينَهُ»"
 যখন মহিলারা রাসূলুল্লাহ সাঃ এর কাছে বায়আত গ্রহণ করল,তখন তাদের মধ্য থেকে এক বৃহদাকার মহিলা দাড়াল,দেখে মনে হল যেন,মুযার গোত্রের মহিলা।সে প্রশ্ন করল,ইয়া রাসূলুল্লাহ সাঃ আমরা মহিলারাতো আমাদের পিতা,স্বামী এবং সন্তাদনদের প্রদত্ত খোরপোষ দ্বারা জীবিকানির্বাহ করে থাকি।সুতরাং তাদের মাল থেকে কতটুকু কি পরিমাণ আমাদের জন্য হালাল হবে? তখন রাসূলুল্লাহ সাঃ বললেন,তাজা তোমরা খেতে পারবে,এবং হাদীয়াও দিতে পারবে।
(সুনানু আবি-দাউদ-১৬৮৬)

মোল্লা আলী কারী রাহ উক্ত হাদীসের ব্যাখায় লিখেন,
 (قال: " الرطب ") بفتح الراء وسكون الطاء، ما يسرع إليه الفساد من المرق واللبن والفاكهة والبقول، ونحو ذلك، وقع فيها المسامحة بترك الاستئذان جريا على العادة، بخلاف اليابس، ذكره الطيبي
উক্ত হাদীসে  ("الرطب ")দ্বারা উদ্দেশ্য হল, এমনসব জিনিষ যা তারাতারি নষ্ট হয়ে যায়।যেমন তরকারির ঝোল,দুধ,ফলমূল,সবজি ইত্যাদি।সমাজের প্রচলন অনুযায়ী এগুলোতে অনুমতির প্রয়োজন নেই।তবে শুকনা জিনিষ যা বেশীদিন অবিশিষ্ট থাকে,সে গুলোকে বিনা অনুমতিতে হাত দেয়ার অনুমোদন নেই।(মিরকাত-১৯৫২)
 

গৃহকর্তা যার অধীনে ও অর্থায়ে অন্যসবের খোরপোষের ব্যবস্থা হয়,তার অনুমতি ব্যতীত সমাজের প্রচলন অনুযায়ী স্বাভাবিক খাদ্য জাতীয় ও ব্যবহার্য জিনিষ ব্যবহার করা যাবে।তবে যেগুলোতে সাধারণত অনুমতির প্রয়োজন রয়েছে,সেগুলোকে অনুমতিহীন ব্যবহারের অনুমতি নেই।তবে যদি গৃহকর্তা আম অনুমতি দিয়ে দেয়,তাহলে যেকোনো জিনিষ ব্যবহার করা যাবে।

সুতরাং আমরা বলতে পারি যে,
(১)
ঘরের কাচামাল যা সহজে পচনশীল বা নষ্ট হবে,সেটাকে খাওয়া যাবে,যদি তাতে অন্যর কোনো কষ্ট না হয়।নতুবা গৃহকর্তার অনুমতি ব্যতীত খাওয়া যাবে না।কোনো জিনিষের ব্যাপারে সন্তানের প্রতি পিতার পক্ষ্য থেকে পাবন্দী থাকলে তারা তা খেতে পারবে না।

(২)
মা বা বাবার ব্যাগ থেকে লুকিয়ে কিছু নিলে সেটা অবশ্যই চুরি হবে।সেজন্য মা বাবার কাছে ক্ষমা চাইতে হবে।বা ফিরিয়ে দিতে হবে।তবে ওয়াজিব খোরপোশ বাবৎ সন্তানরা যদি কিছু নিয়ে নেয়,তাহলে এক্ষেত্রে  রুখসত থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...