বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ছবি কে যদি কিছু দ্বারা ঢেকে দেন তাহলে কোনো সমস্যা হবে না। ফটো-ভাস্কর্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/2253
যদি ব্যবহারিক জিনিষে এত ছোট্ট পরিমাণ ফটো থাকে যে,উক্ত জিনিষ জমিনে থাকাবস্থায় দাড়িয়ে সেটার অঙ্গপ্রত্যঙ্গ দৃষ্টিগোচর হয় না,তাহলে এমন ফটো থাকার কারণে উক্ত জিনিষের ব্যবহার হারাম হবে না।হ্যা যিনি বানাবেন,তিনি অবশ্যই বড় আকৃতির ফটো বানানোর সমপর্যায়ের গোনাহগার হবেন।অথবা যদি ফটো মাথা কর্তিত থাকে বা এমন অঙ্গপ্রত্যঙ্গ কর্তিত অবস্থায় থাকে,যা না থাকার কারণে প্রাণী জীবিত থাকতে পারে না,অথবা কোথাও অসম্মানের সাথে ফটোকে রাখা হয়,তাহলে এজাতীয় ফটো সমূহের ব্যবহার অবৈধ হবে না।
যদি ছবি এত ছোট হয় যে,স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি দাড়ানো অবস্থায় জমিনে অবস্থিত ছবির অঙ্গ সমূহের পার্থক্য নির্ণয় করতে পারে না,তাহলে এমন ফটো/ছবি নাজায়েয হবে না।বরং এগুলো ব্যবহারের অনুমোদন দেয়া যেতে পারে।যদিও এমন ছবি বানানো হারাম।ব্যবহার এজন্য অনুমোদিত, কেননা হাদীসে প্রমাণিত রয়েছে যে,কোন কোন সাহাবীর আংটিতে ছোট্ট ফটো ছিলো(জাওয়াহিরুল ফিকহ-৭/২৫৯
কিতাবুন-নাওয়াযিল-১৬/৫২৮)
আরো জানুন-https://www.ifatwa.info/1955
মলাটের ভিতর ঢাকা থাকলে রহমতের ফিরিস্তার জন্য প্রতিবন্ধক হবে না।https://www.ifatwa.info/1334
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
শুধুমাত্র ডানা একে পাখি বুঝানো নিষেধ হবে না।
(২)
লোখাপড়া জন্য ছবি অঙ্কন করা যাবে।
(৩)
অপরাধীদের ধরার জন্য যেহেতু করা হবে, তাই গোনাহ হবে না।
(৪)
বিনা প্রয়োজনে যেহেতু এই ছবি।তাই এই এমন কাপ ঘরে রাখা যাবে না। এমন কাপ ঘরে থাকলে ফিরিস্তা আসবেন না।