আসসালামু আলাইকুম
আমার প্রশ্ন করার কারণ হলো,
ওয়েব ডেভলপার হওয়ার পরে আমাদের কাজ করতে হয় Upwork এবং Fiverr এ। আমি যত টুকু জানি Fiverr ইজরাইল এর প্রতিষ্ঠিত। আর এখানে যারা কাজ করে তাদের payment দেবার সময় Fiverr নির্দিষ্ট পরিমাণ ফি তারা কেটে নেয় যেটা Fiverr এর ইনকাম। তো আমার যুক্তি হলো আমি এখানে কাজ করাতে ইসরাইলকে পরোক্ষভাবে সহযোগিতা করছি, আমার কাজের দ্বারা তারা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করে নিচ্ছে। যেটা পরে তারা মুসলিমকে দমন করার কাজে ব্যবহার করছে বা তাদের উন্নয়নের কাজে ব্যবহার করছে।
এবং দ্বিতীয়তো আমি এমন একটা প্রোডাক্ট তৈরি করছি যেটা দিয়ে অনেকে এডসেন্স থেকে টাকা ইনকাম করে থাকে অথবা ইসলাম সমর্থন করে না এরকম আরো অনেক কাজে ব্যবহার করে।
এরকম সকল সার্বিক বিষয়গুলো বিবেচনায় এটা জায়েজ হবে কিনা??