একজন ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ থাকায় যাকাত ফরজ। এমতাবস্থায়, একটা মালিকানাধীন সোনার মেডেলের ওপর যেই সোনাটুকু আছে সেটারও কি যাকাত দিতে হবে? মেডেলটা পুরোটা সোনার না, অন্য ধাতু দিয়ে তৈরি তবে উপরে প্রলেপ এবং কিছু সোনা বিদ্যমান। সোনা আছে নিশ্চিত কিন্তু কতটুকু পরিমাণে আছে সেটা সম্পর্কে কোনো ধারণা নেই। যাকাত দিতে হলে কিভাবে হিসাব করা যেতে পারে?
জাযাকাল্লাহ