ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1415 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
যাকাত শুধুমাত্র গরীবদেরকেই দিতে হবে(একটা ক্ষেত্র ব্যতীত তথা ৩নম্বর খাত)।যাকাতের যে ৮টি খাত রয়েছে,সবকয়টি অভাব-অনটন কে মানদন্ড রেখেই নির্ধারণ করা হয়েছে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/699
কোনো মানুষ অসুস্থতার ভিত্তিতে যাকাতের হকদার হতে পারবে না।বরং অসুস্থ ব্যক্তি যখন এমন হবে যার নেসাব পরিমাণ মাল নেই,তাহলে শুধুমাত্র সে ব্যক্তিই যাকাতের যোগ্য হবে।(কিতাবুন-নাওয়াযিল-৭/৫৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/795
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জ্বী, দরিদ্র মেয়ের বিয়ের খরচ বাবৎ যাকাতের টাকা খরচ করা যাবে।