আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১.শীতে পায়ের তালু ফেটে ফাটা দাগগুলো কালো হয়ে থাকে আর ফাঁটা জায়গা টাও কালো দাগ হয়ে থাকে! সম্ভবত ময়লা ধুলো বালি আটকে থাকে, শিওর না কেন এমন হয়! সাবান দিয়ে ধুলেও পুরোপুরি যায় না, কিছুটা যায় আবার কালো হয় কিছুক্ষন পরই! এই দাগ বা ধুলো বালিযুক্ত ময়লা নিয়ে কি ওজু, ফরজ গোসল হবে?!
ফাঁটা দাগগুলো আর জায়গা যে কালো হয়ে থাকে ময়লা আটকে থাকার জন্য সেখানে কি পানি প্রবেশ করতে পারে কিনা তাই কনফিউজড!
২. ফরজ গোসলে পাক কাপড় পরে গোসল করা জরুরী?! নাপাক কাপড় পরে গোসল করলে হবে না?!
৩. ফরজ গোসলে সব নিয়ম পালন করার পর শেষে পা ধোয়ার আগে যদি ওজু ভাঙার কোনো কারণ হয় তখন কি আবার শুরু থেকে নিয়ম গুলো পালন করতে হবে?!
পা ধোয়ার আগে গোসলের ফরজ বিষয়গুলো তো পালন করা হয়ে যায় তাই!
৪.আর পা ধোয়ার আগেই ওজু ভেঙে গেলো কিন্তু তখনও শরীরের কিছু অংশ শুকনো রয়ে গেলো অথচ ফরজ নিয়ম ৩ টি পালন হয়েছে আগের নিয়মের মধ্যেই! এমতাবস্থায় গোসল করলে ফরজ গোসল হবে?!
৫. ফরজ গোসল করার সাথে ওজু ভাঙার কারণ জড়িত হওয়ার কারণ কি?! ফরজ গোসলে ওজু ভাঙার কারণ কিছু হলেই নাকি ফরজ গোসল হয় না আবার করতে হয়, এটা কেন?! ফরজ গোসল দিয়ে তো কোনো ইবাদাত করছি না! চাইলেই গোসল শেষে আলাদা ওজু করে যে কোনো ইবাদাত কর‍তে পারি!
ফরজ গোসল দিয়েই পরে কোনো ইবাদাত করবো এমন কোনো ইচ্ছা না রেখে যদি ফরজ গোসল করি আর গোসলের মাঝে ওজু ভাঙার কোনো কারণ হয় বা গোসলের ফরজগুলো পালনের মাঝে ওজু ভাঙার মতো কিছু হয় সেই গোসল কি হবে নাকি আবার ফরজ গোসল করতে হবে?!
৬. মেয়েরা লজ্জাস্থান পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নাপাকি পরিস্কার করার পর পানি রয়ে যায় লজ্জাস্থানের ভিতরে! সেই পানি নিয়ে ওজু করলে ওজু হবে?! আর ওজু করার পর বা ওজু করার সময় সেই পানি সামান্য বের হয়ে আসলে ওজু ভেঙে যাবে?! উক্ত পানি যেহেতু নাপাক না, পানি দিয়ে ধোয়ার সময় সেই পানি ভিতরে প্রবেশ করেছিলো!
[ফরজ গোসল অনেক কঠিন লাগে আমার কাছে এই বিষয়গুলোর জন্য ]
জাযাকাল্লাহু খইরন!