আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
1,089 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (42 points)
আসসালামু আলাইকুম

অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বিভিন্ন দিবস ও সময়ে তাদের ক্যাম্পিং করে থাকে অনলাইনে।  বিভিন্ন অফারের মধ্যে জনপ্রিয় একটি অফার হলো দারাজ মিস্ট্রি বক্স। এটি ৯, ১১, ৯৯  ইত্যাদি বিভিন্ন দামে তারা দিয়ে থাকে।
এই মিস্ট্রি বক্সের বৈশিষ্ট্য হলো আপনি ১১ টাকা দিয়ে একটি বক্স কিনলে ভিতরে কি থাকবে তার কোন নির্দিষ্ট কিছু বলা নেই। কিন্তু আপনাকে ১১ টাকার উপরে যে কোন একটি প্রোডাক্ট উনারা সেন্ড করবে। হাজার টাকার উপরের প্রোডাক্টও দিবে।
যারাই কিনবে সবাই পাবে। কেউ বেশি দামি কেউ কম দামি। কিন্তু নির্দিষ্টভাবে বলা থাকবে না কি দিবে। এমনও না যে কেউ একটি বক্স অর্ডার করল কিন্তু কিছুই পেলো না। পাবেই সবাই।
তো এক্ষেত্রে মিস্ট্রি বক্স কেনা জায়েজ হবে কি না??!

1 Answer

+1 vote
by (60,240 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

উক্ত পদ্ধতিতে মিস্ট্রি বক্স কেনা দুই কারণে নিষিদ্ধ। কারণ

 

১. শরিয়তের নিষিদ্ধ  جهالة  ( অজ্ঞতা )- এর উপস্থিতি৷ এখানে ১১ টাকা দিয়ে কোন জিনিসটা ক্রয় করা হয়েছে তা জানা থাকে না। ফলে ক্রেতার পাওনার পরিমাণটা অজ্ঞাত থেকে যায়৷ আর লেনদেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ان تكون العاقبة معلومة অর্থাৎ পরিণামটা জ্ঞাত হওয়া৷ আর যে লেনদেনে অজ্ঞতা রয়েছে তা শরীয়তের দৃষ্টিতে অবৈধ৷ যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়াতে উল্লেখ করা হয়েছে-

...فبيع المجهول جهالة تفضي إليها غير صحيح.

"অতএব অস্পষ্ট বিষয় যাতে বিতর্কের সম্ভাবনা রয়েছে, তার লেনদেন চুক্তি অবৈধ৷"  

  (ফাতাওয়ায়ে হিন্দিয়া: ৩/২)

 

২. শরীয়তের নিষিদ্ধ غرر (গারার)- এর উপস্থিতি৷

হাদীস শরীফে এসেছেنهي عن بيع الغرر  অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকল লেনদেনে সব ধরনের غرر কে নিষিদ্ধ করেছেন৷( সহীহ মুসলিম:২/২)

 

ইমাম সারাখসী রহ. غرر এর সংজ্ঞা এভাবে দিয়েছেন যে,

ما يكون مستور العقبة.

অর্থাৎ যার পরিণাম অস্পষ্ট তা-ই গারার৷(আল মাবসূত:১২/১৯৪)

 

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন-

الغرر هو مجهول العاقبة، فإن بيعه من الميسر الذي هو القمار.

"গারার হচ্ছে ঐ কারবার যার পরিণাম অনিশ্চিত৷ কারণ এর দ্বারা সেটা  ميسر  (মাইসির) এর অন্তর্ভুক্ত হয়ে যায় যা জুয়ারই অপর নাম৷"  

(মাজআতুল ফাতাওয়া ইবনে তাইমিয়া:২৯/২২)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!


উক্ত পদ্ধতিতে মিস্ট্রি বক্স কেনা জায়েজ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by
এখানে যে দামে Box কিনবো তার কম দামে তো দিবেই না বরং ছেড়া,ভাঙ্গা থাকলে পুরো টাকাই return করবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...