আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।
১)আমাদের প্রাইভেটের একটি গ্রুপ আছে।সেখানে স্যার এবং ছেলে মেয়ে স্টুডেন্ট আছে।গ্রুপে পড়ালেখা রিলেটেড কথাবার্তার পাশাপাশি হাসি ঠাট্টার ছলে অন্যান্য কথাও হয়।আমি যদি আমার মেয়ে ফ্রেন্ডদের পড়ালেখা রিলেটেড কোশ্চেনের আন্সার দেই বা অল্প কিছু কথা বলি।কোনো ছেলেদের মেসেজের রিপ্লাই না দেই, এগুলো কি করা যাবে?
২)এক বোনের প্রশ্নঃ
১. সাপ দেখা স্বপ্নে, যেদিন থিকে সাপ দেখছি,, সেদিন / তারপর থিকে এমন হচ্ছে,,, স্বপ্নে দেখেছিলাম,, আমার নানু বাসার রাস্তায় ৩টা সাপ,,, যে জায়গায় রাস্তা ঔ জায়গাতে পানি উঠছে,,, আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি দেখি,,,, হলুদ আর বাদামি / কালো ঠিক মনে নেই ওই সাপটা এবং একটা কালো আরেকটা লাল সাপ,,,, কালো সাপ দুইটা ওই পানির জায়গা থিকে সরে, সোজা রাস্তা দিয়ে চলে দুইটা সাপ দুই দিকে চলে গেলো। আমি ওদের সাথে গেছি কিনা মনে নেই তবে আমি দেখলাম কাল সাপটার দিকে আমি ওর থিকে একটু দূরে। তারপর দেখি ওইদিকের লাল সাপ একজনকে মেরে ফেলেছে আর আমার দিকের কালো সাপটা হাল্ফ বৃদ্ধ/ বৃদ্ধ বয়সী পুরুষ লোক পাগল সেজে আমাকে ধাওয়া করছে,,, আমার নানু বাসা আর খালামণির বাসা পাশাপাশি আমি রাস্তা দিয়ে দৌড়ে গিয়ে খালামণির বাসার গেট লাগাই। তারপর ওই পাগলটা নক করতে থাকে। খালামণি/ ওই পরিবারের কেউ ওই গেটের সামনে যায় আমি তাকে সব বলি / না করি সঠিক মনে নেই। তারপর আমি কীভাবে জেনো ওইখান থিকে বেড়িয়ে পড়ি আমার মনে নেই, পাগলা হয়তো আমাকে ধরে / আমার কাছে আসে। তারপর আর আমার মনে নেই
২. শরীর ঝাঁকি দেওয়া ঘুমের মধ্যে।
৩. ১/২ মাস ধরে রাগ অনিয়ন্ত্রিত হয়ে গেছে আগের মতো
৪. আগের মতো ভয় পাওয়া, শুধু মনে হয় রাতেই এই সমস্যাটা হয় যে আমার কাছে কেউ আসতাছে। আমাকে ভয় দেখাচ্ছে
৫. কাল রাতের ঘটনা আমুকে আমি উমউমউম করে বলতাছি এদিকে ঘুরো, যখন আম্মু আমাকে ডাক দেয় তখন সেন্স আসে যে আমি এভাবে কেন বলতাছি, পরে স্পষ্ট ভাবে বলতাছি আম্মু এদিকে ঘুরো। আসলে আমার সমস্যার জন্য আম্মু আমার সাথে ঘুমায়। মধ্যে খানে সমস্যাটা চলে গেছিলো
৬.রাতেই শুধু হয় এগুলো আমার সাথে,,, কাল একাই আঙ্গুল নাড়াচ্ছি নিজের সেন্সে না, যখন সেন্স আসে ভাবি এমন কেন করতাছি বন্ধ করি, আবার আগের মতো করতে থাকি।
৭. কাল আমার মনে হয় জিনের সাথে কথা হইছে নিজের মধ্যে, একটা মন থিকে আমার প্রশ্ন করি আরেকটা আমার মধ্যে থিকে আমাকেও মনে মনে উত্তর দেয়। শুধু এটুকুই মনে আছে আমি আল্লাহর ভয় দেখাইছি, আমাকে বলতাছে তোর আল্লাহ কী পারবে ( নাঊযুবিল্লাহ)
৮. আমার কাল রাতে মনে হচ্ছিল দরজা খুলে ছাদে গিয়ে লাফ দেই, আবার আমার পাশে বিড়াল ঘুমায় সবসময় আমার মনে হচ্ছিল গলা টিপে মেরে ফেলি,,, তারপর হুঁশ আনি কী চিন্তা করছি এসব।
৯.আমি জানি আয়াতুল কুরসী পড়লে পানাহ পাবো,মনে মনে পরে দেখি অর্ধেক পড়ে আর পড়তে দিলো না, পরের বার হালকা উচ্চারণ করে আসতে আসতে সম্পূর্ণ পড়লাম তারপর আবার একটু সমস্যা হওয়ার পর ঘুমিয়ে পড়লাম।
এগুলো কি জ্বিনের লক্ষণ?
কি করা উচিত এখন?রুকাইয়া কিভাবে করা উচিত?
হুজুররা তাবিজ দিলে পরা যাবে?