আসসালামু আলাইকুম,
১. পু্ত্র সন্তান বিহীন কন্যা সন্তানের বাবা মায়ের ভরণপোষণের দায়িত্ব কার হতে পারে? বিশেষ করে বাবা মা চায় যে তার মেয়ে চাকরি করে বাবা মার দিকে খেয়াল রাখুক। বিয়ের পর এবং বাবার উপার্জন অক্ষমতার সময়।
২. নামাযরত অবস্থায় সুতরা ছাড়া কতটুকু সামনে দিয়ে যাওয়া যায়?
৩. আমি আমার চারপাশে বউ-শ্বাশুড়ি রিলেটেড অনেক ঘটনা দেখি। কখনো দেখি যে, ভালো পরিবারে বিয়ে হওয়ার পরও, ভালো শ্বশুর শাশুড়ি পেয়েও অনেকে নিজের স্বার্থের জন্য/ স্বামীর টাকায় শ্বশুর শাশুড়ি কাউকে ভাগ না দেবার জন্য আলাদা হয়ে যায়। শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়।
আবার কখনো দেখি যে, ভালো মেয়েকে বউ হিসেবে পেয়েও শ্বশুর শাশুড়ি বউকে অত্যাচার করে, মানসিক নির্যাতন করে। সহ্য করতে পারে না, ছেলের টাকা বউয়ের হাতে দিতে দেয় না।
ইত্যাদি ইত্যাদি...
আমি জানতে চাই যে, এ ধরনের পারিবারিক অশান্তি ঘটনায় যে দায়ী থাকে, বউ/ শাশুড়ি, তাদের প্রতি ইসলামের বিধান কি??
এমন কোনো ইসলামী কথা, যেটা দিয়ে আমি তাদেরকে (অত্যাচারী বউ/ অত্যাচারী শাশুড়ি) বোঝাতে পারবো।
জাজাকাল্লাহু খাইরান।