বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আমাদের জানামতে কাফির এক প্রকারই। এবং কাফির চিরস্থায়ী জাহান্নামি।কাফির কখনো জান্নাতে যাবে না।
https://www.ifatwa.info/8709 নং ফাতাওয়ায় বলেছি যে,
নেফাক্ব-نفاق দু-প্রকার।
যথাঃ-
(ক)
নেফাক্ব ফিল এ'তেক্বাদ-نفاق في الاعتقاد অর্থ্যাৎ যার অন্তরে ইসলামও মুসলমানদের প্রতি অবিশ্বাস সহ মুসলমানদের ক্ষতিসাধনের ইচ্ছা রয়েছে।
সে এ'তেক্বাদী মুনাফিক,
তার শেষ আশ্রয়স্থল হবে চিরস্থায়ী জাহান্নাম।
(খ)
নেফাক্ব ফিল আমল,نفاق في العمل. অর্থ্যাৎ যার অন্তর ঠিকই ইসলাম এবং মুসলমানদের প্রতি আশ্বস্ত রয়েছে।তবে তার কর্মের মধ্যে ত্রুটি রয়েছে।
তার আ'মলে কমতির ধরুণ সে শাস্তি উপভোগ করবে।
কিন্তু সে মু'মিনদের কাতারেই গণ্য হবে।
আল্লাহ-ই ভালো জানেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/8709
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নেফাক্ব ফিল এ'তেক্বাদ-ই বড় নেফাকী।যার শাস্তি অত্যন্ত ভয়াবহ এবং চিরস্থায়ী।জাহান্নামের সর্বনিম্নস্থরে যার শাস্তি দেয়া হবে।আর নেফাক্ব ফিল আমল হল,ছোট নেফাক।তারও শাস্তি রয়েছে।তবে পূর্বেরটার মত নয়।এটা ক্ষনস্থায়ী শাস্তি।
প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা, সেটা নেফাক্ব ফিল আমল এর অন্তর্ভুক্ত।তথা ছোট নেফাকি।