হারাম সম্পর্ক থেকে তাওবা করে ফিরে আসার পরে(কোনো প্রকার যোগাযোগ থাকবে না অন্তর থেকে মুছে ফেলা হবে ),,, পরবর্তীতে (মাঝখানে 2 কি 3 বছর এর গ্যাপ থাকবে) বিয়ের উপযুক্ত সময় হবে বা বাসা থেকে বিয়ে দিতে চাইবে,,তখন কি ঐ ব্যক্তির সাথেই পুনরায় হালাল ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কি???? এ বিয়ে কি জায়েজ হবে???
পরে বিয়ে করলে বা ইচ্ছা থাকলে বা বিয়েরক্ষেত্রে ওই ব্যক্তিকে প্রাধান্য দিলে এটা কি অন্তরের যিনা হবে?