আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
293 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (24 points)
আসসালমুআলাইকুম

লজ্জাস্থানের লোম কি চেছে ফেলা লাগবে নাকি অল্প একটি কাটলেও চলবে?? যদি চলে তাহলে কত টুকু পরিমাণ ছোট করা লাগবে???
মলত্যাগ রাস্তার সামনের চুল o কি কাটা লাগবে? কতটুকু কাটা লাগবে???
2) আমি একজন হিন্দু স্যার এর কাছে পড়ি। এখন ঊনার কস কি বলা যাবে পরীক্ষার জন্য দুআ করবেন????( আমার দুআ চাওয়ার ইচ্ছে নাই, কিন্তু ভদ্রতা সরুপ বলতে চাচ্ছিলাম) বলা যাবে কি?
3) আমি রাতে সূরা মুলক পড়তে পাড়ি না,এখন যদি আমি তেলাওয়াত শুনি তাহলে কি একই সাওয়াব পাবো?


4) শিরিক নিয়ে জানতে চাই।কোন বই টা ভালো হবে?


5) বিগত দিনে অনেক গুনাহ করেছি,মানুষ এর হোক নষ্ট করেছি, গীবত করেছি, মেয়ে বন্ধু দের চরিত্র সম্পর্কে অন্যদের যেয়ে সত্য মিথ্যা বলেছি। কিন্তু এখন আলহামদুলি্লাহ প্র্যাক্টিসিং মুসলিম হওয়ার চেষ্টা করেছি।কিন্তু শুনেছি করো হোক নষ্ট করলে বা গীবত করলে ওই লোকের পাপ আমার দিয়ে দিবে কেয়ামত এর দিন।

এখন আমি কি করবো? আমার পক্ষে তো সম্ভব না যে মেয়ে দের থেকে ক্ষমা চাওয়া, উল্টো হাসবে,কটাক্ষ করবে। এখন আমি কি করবো?


6) মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড কেনো? ইসলামে জবরদস্তি নেই, যার যে ধর্মের প্রতি ভালোলাগা সে ধর্মেই থাকতে পারে।তাহলে মৃত্যুদণ্ড কেনো??


7) শিয়া দের ক্ষেত্রে করণীয় কি? দেখা পেলেই মৃত্যুদণ্ড?

1 Answer

+1 vote
by (583,020 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-

(০১)
হাদীস শরীফে এসেছেঃ  
হযরত আনাস রাযি. বলেন,

وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ، وَتَقْلِيمِ الأَظْفَارِ، وَنَتْفِ الإِبِطِ، وَحَلْقِ الْعَانَةِ، أَنْ لاَ نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ يَوْماً.

অর্থাৎ, গোঁফ ছোট রাখা , নখ কাঁটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভীর নিচের লোম চেঁছে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যেন, আমরা তা করতে চল্লিশ দিনের অধিক দেরী না করি। (মুসলিম ২৫৮)

নাভীর নীচের চুলকে মুন্ডিয়ে ফেলা সুন্নত।তবে ঔষধ ব্যবহার করে পরিস্কার করা বা কেচি দ্বারা গোড়ায় কেটে ফেলারও অনুমোদন রয়েছে।

ইবনে হাজার আসক্বালানী রাহ বলেন,পুরুষ-মহিলা উভয়ের জন্য নাভীর নীচ মুন্ডানো সুন্নত।ইমাম নববী রাহ লিখেন,নাভীর নীচের চুলের ব্যাপারে পুরুষের জন্য মুন্ডানো এবং মহিলার জন্য উপড়িয়ে ফেলা উত্তম।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১৯/৪৪৬)

বিস্তারিত জানুনঃ

★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই, 
লজ্জাস্থানের লোম চেছে ফেলাই সুন্নাত। 
মলত্যাগ রাস্তার সামনের চুলও মুন্ডানো সুন্নাত,তাই মুন্ডাতে হবে।
কষ্টকর হলে যতটুকু সম্ভব হয়,ততটুকু চেছে ফেলবেন।
ঔষধ জাতীয় কিছুও ব্যবহার করতে পারেন।   

(০২)
এটা স্রেফ ভদ্রতা স্বরুপ বা নিয়ম পালনার্থে বলা যাবে।

(০৩)
না,একই ছওয়াব পাবেননা।

(০৪)
এ সংক্রান্ত জানতে মাওলানা হেমায়েত উদ্দিন সাহেব দাঃবাঃ এর ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ,মাওলানা মনসুরুল হক সাহেব দাঃবাঃ এর কিতাবুল ঈমান পড়তে পারেন।
,
(০৫)
নির্দিষ্ট দোষ এর কথা না হলে এমনিতেই ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন। 
সম্ভব না হলে তাদের জন্য দোয়া করবেন।
,
(০৬)
এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ

(০৭)
(তাদের মুসলিম/অমুসলিম হওয়ার বিষয়টি উলামায়ে কেরামগন জানাবেন।)
তাদের সাথে দেখা হলে কোনো শাস্তি ইত্যাদি দেওয়ার সুযোগ সাধারণ ব্যাক্তিদের নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...