উত্তর
وعليكمالسلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
৫ ওয়াক্ত নামাজের সবগুলোরই আগে এবং পরে সুন্নাত নামাজ নেই।
কিছু নামাজের শুধু আগে সুন্নাত নামাজ আছে,কিছু নামাজের শুধু শেষে সুন্নাত নামাজ আছে।
আবার কিছু নামাজের আগে ও পরে সুন্নাত নামাজ আছে।
উল্লেখ্য যে সকল সুন্নাত নামাজই সুন্নাতে মুয়াক্কাদা নয়।
কিছু সুন্নাত নামাজ আছে,যেগুলো সুন্নাতে গায়রে মুয়াক্কাদা।
যাহা না পড়লে কোনো সমস্যা নেই।
পড়লে ছওয়াব আছে।
তবে যেই সুন্নাত গুলো সুন্নাতে মুয়াক্কাদা, সেগুলো ছেড়ে দেওয়া যাবেনা।
.
শরীয়তের বিধান হলো কোনো কারন ছাড়াই সুন্নাতে মুয়াক্কাদা ছেড়ে দেওয়া গুনাহের কাজ।
সুন্নাতে মুয়াক্কাদা ছেড়ে দেওয়ার অভ্যাস গড়ে তোলা আরো কঠিন গুনাহ।
ফাতাওয়ায়ে শামিতে এসেছেঃ
ترک السنۃ المؤکدۃ قریب من الحرام۔ (شامي :۱؍۷۱، ۳۱۹)۵؍۲۱۵)
অর্থাৎ সুন্নাতে মুয়াক্কাদা ছেড়ে দেওয়া হারামের নিকটবর্তী।
★সুন্নাতে মুয়াক্কাদা যেমনঃ ফজরের ২ রাকাত সুন্নাত,জোহরের আগে ৪ রাকাত সুন্নাত ও পরে ২ রাকাত সুন্নাত,মাগরিবের পরে ২ রাকাত সুন্নাত, ঈশার পর ২ রাকাত সুন্নাত।