আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
171 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (35 points)
❝আসসালামু আলাইকুম❞

১. ওজু করার পর লজ্জাস্থান থেকে কিছু বের হয়েছে কিনা চেক করার জন্য লজ্জাস্থানে হাত দিলে কি ওজু ভেংগে যাবে?

২. বাবা মায়ের পক্ষ থেকে ইস্তেগফার কিভাবে করে? মোনাজাতে ক্ষমা প্রার্থনা করে নাকি তাদের পক্ষ থেকে "আস্তাগফিরুল্ল-হ" বা ইস্তেগফার এর দোয়া পড়তে হবে?

৩. সফরে থাকাকালিন কসর সালাত আদায়ের পাশাপাশি উমরি কাজা নামাজ আদাগ করা যাবে কি?

৪. কসর নামাজে কি সুন্নত নফল নামাজ ও পড়তে হয়? নাকি শুধু ২ রাকাত নামাজ পড়লে হয়?

৫. মাগরিবের কসর কয় রাকাত? সাথে সুন্নত ২ রাকাত পড়তে হবে কি?

~ জাযাকাল্লাহু খয়রন ~

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে অযু ভেঙ্গে যাবেনা।  
হাদীস শরীফে এসেছেঃ  

عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَتَوَضَّأُ أَحَدُنَا إِذَا مَسَّ ذَكَرَهُ؟ قَالَ: ” إِنَّمَا هُوَ بَضْعَةٌ مِنْكَ أَوْ جَسَدِكَ

কায়েশ বিন তালক তার পিতা থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাঃ কে জিজ্ঞাসা করে যে, যে ব্যক্তি তার গোপনাঙ্গ স্পর্শ করেছে সে কি অজু করবে? রাসূল সাঃ বললেন, এটিতো তোমার একটি অঙ্গ বা বলেছেন তোমার শরীরের একটি অঙ্গ। [তাই এটি ধরলে অজু ভাঙ্গবে কেন?] {মুসনাদে আহমাদ, হাদীস নং-১৬২৮৬}
,

عَنْ أَرْقَمَ بْنِ شُرَحْبِيلَ، قَالَ: ” قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: إِنِّي أَحُكُّ جَسَدِي وَأَنَا فِي الصَّلاةِ فَأَمَسُّ ذَكَرِي، فَقَالَ: إِنَّمَا هُوَ بِضْعَةٌ مِنْكَ

হযরত আরকাম বিন শুরাহবিল থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ বিন মাসঊদকে বললাম, আমি নামাযরত অবস্থায় আমার শরীর চুলকাচ্ছিলাম। এর মাঝে আমি আমার গোপনাঙ্গ স্পর্শ করে ফেলি।[এ পরিস্থিতে হুকুম কী? অজু কি ভেঙ্গে গেছে?] আব্দুল্লাহ বিন মাসঊদ রাঃ বললেন, এটিতো তোমার শরীরেরই একটি অংশ। [তাই অজু ভাঙ্গবে কেন? শরীরের অন্য অঙ্গে ধরলে যেমন ভাঙ্গবে না, তো এখানে ধরলে ভাঙ্গবে কেন?] {মুয়াত্তা মুহাম্মদ, হাদীস নং-২১}

আরো জানুনঃ  

(০২)
""হে আল্লাহ,আপনি বাবা মার গুনাহ মাফ করে দিন""

এভাবে বলবেন।

(০৩)
হ্যাঁ এ অবস্থায় উমরি কাজা আদায় করা যাবে।
তবে সেই নামাজ গুলি পূর্ণ আদায় করতে হবে।
,
(০৪)
এক্ষেত্রে সুন্নাত নফল পড়া আবশ্যকীয় নয়।
সময় সুযোগ হলে সুন্নাত পড়ার চেষ্টা করবেন ,এটি আপনার জন্য ভালো হবে।

বিস্তারিত জানুনঃ

(০৫)
মাগরিব নামাজে কসর নেই।
পূর্ণ ৩ রাকাতই আদায় করতে হবে।

সুন্নাত পড়া আবশ্যকীয় নয়।
না পড়লে কোনো গুনাহ হবেনা।
তবে সময় সুযোগ হলে সুন্নাত পড়াই উত্তম।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 324 views
0 votes
1 answer 233 views
...