بسم الله الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/6762/
নং ফাতওয়াতে আমরা উল্লেখ করেছি যে,
শরীয়তের বিধান হলো চাদরে কিংবা কাপড়ে নাপাকি লাগলে তিনবার পানি দিয়ে
ধুয়ে ফেলতে হবে এবং প্রত্যেকবার ভালো করে চাপ দিয়ে নিংড়াতে হবে। ভালো করে নিংড়িয়ে ধোয়ার
পরও যদি দুর্গন্ধ থেকে যায় কিংবা দাগ থাকে তাতে কোনো দোষ নেই। এতেই চাদর কিংবা কাপড়
পবিত্র হয়ে যাবে। (হাশিয়ায়ে তাহতাবী আলাল মারাকী,
পৃষ্ঠা নং ১৬১,
বেহেশতি জিওর ২/৭৭ )
وغير المرئية بغسلهاثلاثا
والعصر كل مرة
অদৃশ্যমান নাপাক বস্তু তিন বার ধৌত করত্র হবে।এবং প্রত্যেকবার
নিংড়াতে হবে।(নুরুল ইযাহ ৫৬)
উল্লেখ্য, তিনবারের কথা বলা হয়, যাতে সন্দেহ না থাকে। অন্যথায় যদি প্রবাহমান পানি
যেমন, নদী, পুকুরে বা টেপের পানিতে এত বেশি করে ধোয়া হয়, যাতে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয়ে
যায় তাহলে তা পাক হয়ে যায়। এক্ষেত্রে তিনবার নিংড়িয়ে ধোয়া জরুরি নয়। (রদ্দুল
মুহতার ১/৩৩৩ আলবাহরুর রায়েক ১/২৩৭ শরহুল মুনইয়া ১৮৩)
নাজাসাত থেকে পবিত্রতা অর্জন করার পদ্ধতি সম্পর্কে জানতে ভিজিট
করুন: https://ifatwa.info/118/
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!
১.স্বপ্নদোষের কারণে লেপের কভার বা বিছানার চাদর অপবিত্র হলে
পুরো লেপ বা চাদর ধৌত করা জরুরি নয়।বরং নাজাসতকে দূর করে দিলেই যথেষ্ট হবে। যদি শুধু
মগ থেকে পানি নিয়ে চাদরের যে অংশে নাপাকী লেগেছে,সে অংশটা নখের সাহায্যে ঘষে ধুয়ে ফেলা হয়,তাহলে সেটা পাক হয়ে যাবে।
প্রশ্নেল্লিখিত ছুরতে আপনার জন্য করণীয় হলো,
আপনার শরীর ও কাপড়ের যেই স্থানে নাপাকি
লেগেছে তা ভালোভাবে ধুয়ে ফেলা এরপর আপনার লেপ ব্যবহার করাতে কোন সমস্যা নেই।
২,৩.যদি আপনি নিশ্চিত হোন যে,চাদর বা লেপের কভারের কোন অংশে নাপাকি লেগেছে তাহলে শুধু ঐ অংশটুকু
ধূয়ে নিলেই হবে পুরো লেপ বা চাদর রোদে দেওয়ার কোন প্রয়োজন নেই । তবে যদি সেগুলি শুকে
এবং নাপাকির কোন আদ্রতা না থাকে তাহলে তা ব্যাবহর করা যাবে তবে যদি উক্ত নাপাক জায়গায়
পানি বা অন্য কোন তরল বস্তু লাগে আর তা ছড়িয়ে পড়ে তাহলে তা নাপাক বলেই গন্য হবে । বিধায়
সবচেয়ে উত্তম হলো, উক্ত নাপাক অংশটুকু পবিত্র করে নেওয়া।