আসসালামু 'আলাইকুম।
১,আমার নামাজের সামনে দিয়ে গেলে কি আমার নামাজ নষ্ট হবে?
২,মাসবুক ব্যক্তি ইমামকে দ্বিতীয় অথবা অন্য কোনো রাকাতে কেরাত রত অবস্থায় পেলে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবে না শুধু তাকবীরে তাহরিমা
৩,পোষা বিড়াল আমার ট্রাউজারের ফিতা চেটেছে মুখে নিয়েছে,এতে করে ভিযে যায়।এই কাপড় পড়ে যে সালাত আদায় করেছি তা কি ঠিক হয়েছে? উল্লেখ্য বিড়াল মাঝে মাঝে তার মলদ্বার চাটে।মলত্যাগ করার বেশ পরে।আর আমার কাপড় চেটেছে মলত্যাগ করার ৪/৫ ঘন্টা পর।কোনো নাপাকির চিহ্ন ছিল না
৪,হাতের যেসব ফুস্কুড়ি উঠে,বা চুল্কায় সেসবে একটু চুলকালে অনেক সময় পানি বের হয়।এসব কি নাপাক?
৫,মসজিদে ঢুকার সময়, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াসয়ালামু... এটা পড়ে দুয়া পড়ে ঢুকতে হয়?
৬,বর্তমান দেশের বড় কোম্পানি গুলো ব্যাংক থেকে লোন নিয়ে কোম্পানি চালায় অথবা হারাম টাকা ওয়ালাদের থেকে ইনভেস্ট নেয়,সেসব কোম্পানিতে চাকুরি করা কি জায়িজ? যদি কাজটা মৌলিক ভাবে বৈধ হয়
৭,বিনাকারণে সিজার করলে কি গুনাহ হবে
৮,নামাজের মধ্যে কোনো কারণে বাম পাশের বা সাম্নের।কাতার ফাকা হয়ে গেলে হেটে সেই কাতার পুরা করা যাবে? সেক্ষেত্রে কি নতুন কোনো তাকবীর দিতে হবে?
৯,বেনা নামাজে অযুর দুয়া,সালামের জবাব,মসজিদে প্রবেশের দুয়া পড়া যাবে কি
জাযাকাল্লাহু খাইর।