জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
পাঁচ ব্যাক্তির জন্য জান্নাত আগ্রহ প্রকাশ করতে থাকে বা দুআ করতে থাকে এ মর্মে কোনো হাদীস খুজে পাইনি।
তবে পবিত্র কুরআনে কোন শ্রেনীর লোকেরা জান্নাতের
অধিকারী হবে, সেটি স্পষ্ট আকারে বর্ননা করা হয়েছে।
সুরা মু'মিনুন এ মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
قَدۡ أَفۡلَحَ ٱلۡمُؤۡمِنُونَ
অবশ্যই মুমিনগণ সফল হয়েছে,
ٱلَّذِينَ هُمۡ فِى صَلَاتِہِمۡ خَـٰشِعُونَ ٢٣.٢
যারা নিজদের সালাতে বিনয়াবনত।
وَٱلَّذِينَ هُمۡ عَنِ ٱللَّغۡوِ مُعۡرِضُونَ ٢٣.٣
আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ।
وَٱلَّذِينَ هُمۡ لِلزَّكَوٰةِ فَـٰعِلُونَ ٢٣.٤
আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়।
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَـٰفِظُونَ .٢٣.٥
আর যারা তাদের নিজদের লজ্জাস্থানের হিফাযতকারী।
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٲجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَـٰنُہُمۡ فَإِنَّہُمۡ غَيۡرُ مَلُومِينَ ٢٣.٦
তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া, নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না।
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٲلِكَ فَأُوْلَـٰٓٮِٕكَ هُمُ ٱلۡعَادُونَ ٢٣.٧
অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী।
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَـٰنَـٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٲعُونَ ٢٣.٨
আর যারা নিজদের আমানতসমূহ ও অঙ্গীকারে যত্নবান।
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَوَٲتِہِمۡ يُحَافِظُونَ ٢٣.٩
আর যারা নিজদের সালাতসমূহ হিফাযত করে।
أُوْلَـٰٓٮِٕكَ هُمُ ٱلۡوَٲرِثُونَ ١٠.٢٣
তারাই হবে ওয়ারিস।
ٱلَّذِينَ يَرِثُونَ ٱلۡفِرۡدَوۡسَ هُمۡ فِيہَا خَـٰلِدُونَ ١١.٢٣
যারা ফিরদাউসের অধিকারী হবে। তারা সেখানে স্থায়ী হবে।