ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/8508 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
তিন দিন বা তার সমপরিমাণ দূরত্বের অধিক সফর করলে কেউ মুসাফির হিসাবে গণ্য হবে।যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে-
أَقَلُّ مَسَافَةٍ تَتَغَيَّرُ فِيهَا الْأَحْكَامُ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ، كَذَا فِي التَّبْيِينِ، هُوَ الصَّحِيحُ
সর্বনিম্ন দূরত্ব যার দ্বারা শরীয়তের বিধি-বিধানে পরিবর্তন আসে।(তথা মানুষ মুসাফির হয়)তিন দিনের দূরত্ব।(তাবয়ীন) এটাই বিশুদ্ধ মত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৩৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1281
(২)
১৫ দিনের কম সময় অবস্থানের নিয়তে যদি আপনি ৭৭ কিলো দূরের কোথাও যান, তাহলে আপনাকে অবশ্যই কসর করতে হবে।
(৩)
পাক কাপড় একই পানিতে তিনবার বিসমিল্লাহ বলে ধোয়া/ধুয়ে উঠানো যাবে।
(৪)
প্রশ্নটি বুঝইনি।
(৫)
স্কল করতে করতে গায়রে মাহরামের দিকে চোখ পড়ে গেলে সাথে সাথেই চোখকে ফিরিয়ে নিতে হবে।সর্বোত্তম হল, বিনা প্রয়োজনে ফেইসবুককে পরিহার করা। অথবা 0ফেইসবুক চালানো।
(৬)
শুকনা কুকুর শরীর বা কাপড়ের সাথে লাগলে শরীর বা কাপড় কিছুই নাপাক হবে না(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৫/২৩৩)
যদি কেউ পবিত্র পানি কুকুরের উপর ঢেলে দেয়।অতঃপর কুকুর মানুষের সামনে গিয়ে গা ঝাড়া দেয়,এবং ঐ পানি কোনো মানুষের শরীরে লাগে তাহলে ঐ মানুষের শরীর নাপাক হবে না(আহসানুল ফাতাওয়া-২/৮৬)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/7548
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কুকুরের স্পর্শ কোনো কাপড়ে লাগলে সেই কাপড়কে সাতবার বিসমিল্লাহ বলে ধৌত করতে হবে, এমন কোনো বিবরণ কুরআন হাদীসের কোথাও নেই।হ্যা, কুকুরের লাল লাগলে অবশ্যই সাতবার ধৌত করতে হবে।
(৭)
কে কি বলেন, সেটা কমেন্টে জানাবেন।জাযাকাল্লাহ।
(৮)
জ্বী, অবিবাহিতকে আল্লাহ জান্নাতে বিয়ে দিবেন।