আসসালামু আলাইকুম,
আমাদের বাসার কাছে একটা পুকুর আছে যেটাতে মাছ চাষ করা হয়।সমস্যা হল পুকুরে এলাকার ড্রেনের পানির লাইন আছে। মলমূত্র সব পুকুরে যায়। আবার বৃষ্টির সময় পুকুর প্রায় ভরে যায় পুকুরের একপাশে পাইপ দিয়ে তা আবার বর্ষার সময় পানি অন্য পুকুরে যায়। এই পুকুরে বৃষ্টির পানি ড্রেনের পানি দুটোই আছে। এই পুকুরের চাষকৃত মাছ কি খাওয়া জায়েজ হবে। আর পুকুর যদি পরিপূর্ণ বদ্ধ হয় এবং ড্রেনের লাইনও থাকে সেখানে মাছ চাষ করা হলে কি সে মাছ খাওয়া যাবে।