আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
193 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (49 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ ,

উস্তাদজী,

১/ কুরআন শরীফ পোড়ানো কি গোনাহ ?

কি করতে কুরআন ছিড়ে গেলে ?

আল্লাহর ৯৯ নাম ক্যালেন্ডারে লেখা থাকে, সেগুলো পোড়ালে কি গোনাহ হবে?

অনেক জায়গায় ঘরবাড়ি সব পুড়ে যায় কিন্তু কুরআন পুড়ে যায় না । এটা জন্য অনেকে বলে কুরআন পোড়ানো যায় না , পানিতে ফেলে দিতে হয় ।

২/ কেউ যদি হানাফী মাযহাবের অনুসারী হয় এবং বেতের সালাত ওযর বশত বা এমনিতেই ১ রাকআত পড়ে তবে কি গোনাহ হবে ? এ সালাত কি আবার পড়ে দিতে হবে ? কিছুদিন যেহেতু এক রাকআত পড়েছে তাই ।

৩/ কেউ যদি অনেক অসুস্থ হয় , বেতের সালাত চেয়ারে বসে পড়ে যেহেতু দাঁড়িয়ে পড়তে পারছে না , সালাত কি হবে?

৪/ কোমড়ে অনেক ব্যথা, বসতে পারে না, দাঁড়িয়ে নামাজ পড়ার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও পারছে না, সে ক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করা যাবে?

আর সে যদি চেয়ারে না বসে দাঁড়িয়ে সালাত আদায় করে এবং সিজদায় পুরুষের মতো করে সিজদা দেয় এবং পা ভেঙ্গে বসতে পারে না, কোনভাবে কষ্ট করে বসেন এবং দুই পা ছেলেদের মতো রেখেই আবার সিজদা দেন পুরুষের মতো করে এরপর তাশাহহুদ দুরুদ পড়ার সময় অর্থাৎ শেষ বৈঠকে যদি দুই পা সামনে বিছিয়ে দিয়ে বসে পড়েন তবে কি সালাত আদায় হবে?

৫/ কেউ যদি নিজের মা থাকতে অন্যকে এমনিতেই আহ্লাদ করে  আম্মাজান / মা ডাকে তবে কি গোনাহ হবে?
৬/ সালাতুল হাজতের সহীহ দুআ ?

৭/ হায়েজ অবস্থায় আযানের উত্তর দেওয়া যাবে কি?

৮/ বাড়িতে থাকতে সৌন্দর্য প্রকাশ নয় কিন্তু , পাজামা যদি টাখনুর উপর থাকে তবে কি গোনাহ হবে?
৯/ ক্লাসে নন মাহরাম স্যারের দিকে তাকিয়ে পড়া বুঝতে সুবিধা হলে কি দেখা যাবে ? যদি না যায় তবে করণীয় কি ?
১০/ বাবা যদি জোর করে হালাল উপার্জন করে না এমন লোকের সাথে বিয়ে দিতে চায় আর মেয়ে কোনোভাবেই রাজি না হয় এবং বাবা কষ্ট পান এতে তবে কি মেয়ের গোনাহ হবে ? এক্ষেত্রে করণীয় কি ? বাবাকে বুঝিয়ে কাজ হয় না

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
পৃষ্টা বিকল হয়ে যাওয়া ছিড়া ফাড়া কুরআন কে জ্বালানোও যাবে অথবা পানিতেও ফেলা যাবে।পানিতে ফেলাই উত্তম।

(২)
হানাফি মাযহাবের অনুসারি হয়ে বিতির নামায এক রাকাত পড়া যাবে না।যতদিনের পড়া হয়ে, সেই নামাযগুলোকে আবার দোহড়াতে হবে।

(৩)
জ্বী, নামায হবে।

(৪)
দাড়িয়ে নামায সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/10313

(৫)
আহ্লাদ করে অন্যকে মা বলে ডাকা যাবে।

(৬)
সালাতুল হাজত সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1453

(৭)
জ্বী, দেয়া যাবে। তবে হায়েয অবস্থায় কুরআন তিলাওয়াত করা যাবে না।

(৮)
পায়জামা টাখনুর উপরে থাকলে গোনাহ হবে না।

(৯)
নন মাহরাম স্যারের দিকে কখনো তাকানো যাবে না। কেননা এতে ফিতনার যথেষ্ট আশংকা রয়েছে।বরং সর্বদা দৃষ্টিকে অবনত রাখতে হবে।

(১০)
এক্ষেত্রে মেয়ের কোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...