আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ ,
উস্তাদজী,
১/ কুরআন শরীফ পোড়ানো কি গোনাহ ?
কি করতে কুরআন ছিড়ে গেলে ?
আল্লাহর ৯৯ নাম ক্যালেন্ডারে লেখা থাকে, সেগুলো পোড়ালে কি গোনাহ হবে?
অনেক জায়গায় ঘরবাড়ি সব পুড়ে যায় কিন্তু কুরআন পুড়ে যায় না । এটা জন্য অনেকে বলে কুরআন পোড়ানো যায় না , পানিতে ফেলে দিতে হয় ।
২/ কেউ যদি হানাফী মাযহাবের অনুসারী হয় এবং বেতের সালাত ওযর বশত বা এমনিতেই ১ রাকআত পড়ে তবে কি গোনাহ হবে ? এ সালাত কি আবার পড়ে দিতে হবে ? কিছুদিন যেহেতু এক রাকআত পড়েছে তাই ।
৩/ কেউ যদি অনেক অসুস্থ হয় , বেতের সালাত চেয়ারে বসে পড়ে যেহেতু দাঁড়িয়ে পড়তে পারছে না , সালাত কি হবে?
৪/ কোমড়ে অনেক ব্যথা, বসতে পারে না, দাঁড়িয়ে নামাজ পড়ার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও পারছে না, সে ক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করা যাবে?
আর সে যদি চেয়ারে না বসে দাঁড়িয়ে সালাত আদায় করে এবং সিজদায় পুরুষের মতো করে সিজদা দেয় এবং পা ভেঙ্গে বসতে পারে না, কোনভাবে কষ্ট করে বসেন এবং দুই পা ছেলেদের মতো রেখেই আবার সিজদা দেন পুরুষের মতো করে এরপর তাশাহহুদ দুরুদ পড়ার সময় অর্থাৎ শেষ বৈঠকে যদি দুই পা সামনে বিছিয়ে দিয়ে বসে পড়েন তবে কি সালাত আদায় হবে?
৫/ কেউ যদি নিজের মা থাকতে অন্যকে এমনিতেই আহ্লাদ করে আম্মাজান / মা ডাকে তবে কি গোনাহ হবে?
৬/ সালাতুল হাজতের সহীহ দুআ ?
৭/ হায়েজ অবস্থায় আযানের উত্তর দেওয়া যাবে কি?
৮/ বাড়িতে থাকতে সৌন্দর্য প্রকাশ নয় কিন্তু , পাজামা যদি টাখনুর উপর থাকে তবে কি গোনাহ হবে?
৯/ ক্লাসে নন মাহরাম স্যারের দিকে তাকিয়ে পড়া বুঝতে সুবিধা হলে কি দেখা যাবে ? যদি না যায় তবে করণীয় কি ?
১০/ বাবা যদি জোর করে হালাল উপার্জন করে না এমন লোকের সাথে বিয়ে দিতে চায় আর মেয়ে কোনোভাবেই রাজি না হয় এবং বাবা কষ্ট পান এতে তবে কি মেয়ের গোনাহ হবে ? এক্ষেত্রে করণীয় কি ? বাবাকে বুঝিয়ে কাজ হয় না