ওয়া আলাইকুমুস সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
ইবাদত শুধুমাত্র আল্লাহর সন্তষ্টির জন্যই হওয়া চাই।
রাছূল সাঃ বলেছেন-
مَنْ صَلَّى يُرَائِي
فَقَدْ أَشْرَكَ، وَمَنْ صَامَ يُرَائِي فَقَدْ أَشْرَكَ، وَمَنْ تَصَدَّقَ
يُرَائِي فَقَدْ أَشْرَكَ.
অর্থ:- যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামায পড়ল সে শির্ক করল, যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোযা
পালন করল সে শির্ক করল, যে ব্যক্তি
মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান-সাদাক্বাহ করল সে শিরক করল। (মুসনাদে আহমাদ)
আল্লাহর সন্তুষ্টির সাথে সমান সমান ভিন্ন কোনো নিয়ত থাকলে বা আল্লাহর
সন্তুষ্টি ব্যতীত ভিন্ন কোনো নিয়ত থাকলে তখন উক্ত ইবাদতকে রিয়া বলা যায়। তবে যদি
আল্লাহর সন্তুষ্টি অর্জনই মূল উদ্দেশ্য থাকে,এবং লোকজন
ভাল বলবে,সেই আমলের দুনিয়াবী ফয়দা বিবেচনা করা হয়,তাহলে এমন নিয়ত আল্লাহর সাথে শরীক করা হয় না
এবং লোক দেখানোও হয় না।
★রিয়া বা
প্রদর্শনপ্রিয়তা থেকে আত্মরক্ষার জন্য উলামায়ে কেরামগন কয়েকটি প্রচেষ্টার কথা
বলেছেন,তা হলো—
১. ইবাদতের সময়
আল্লাহর অস্তিত্বের স্মরণ করা। এটা চিন্তা করা যে আল্লাহ আমার মনের খবর জানেন; আমি কেন করছি, কী করছি সব
তিনি দেখছেন। হাদিসে যেমন বর্ণিত হয়েছে
ان تعبد الله كأنك تراه
فإن لم تكن تراه فإنه يراك
, ‘তুমি
আল্লাহর ইবাদত এমনভাবে কোরো যেন তুমি তাঁকে দেখছ। যদি তা সম্ভব না হয়, তবে তিনি তোমাকে দেখছেন।’ (সহিহ বুখারি, হাদিস : ১)
২. রিয়ার
ভয়াবহতার কথা স্মরণ করা। প্রদর্শন আল্লাহর ক্রোধের কারণ, তা সব সময় মনে রাখা।
৩. রিয়ামুক্ত
আমলের পুরস্কারের কথা স্মরণ করা এবং তা অর্জনের প্রত্যয় গ্রহণ করা।
৪. আল্লাহর
কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা যাওয়া,
যেন তিনি
অনুগ্রহ করে আমলটি কবুল করে নেন.
৫. রিয়ামুক্ত
আমলের তাওফিক চেয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।
আরো জানুন- https://ifatwa.info/2685/
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. আপনি যদি
ভাই হয়ে থাকেন তাহলে গায়রে মাহরাম কোনো মেয়েকে আপনার আমল বা গুনাহের কথা শেয়ার করা
জায়েজ হবে না।
২. কোনো
হক্কানী পীরের কাছে আপনার আমল ও গুনাহের থেকে বিরত থাকার উদ্দেশ্যে হলে গুনাহের কথা
শেয়ার করতে পারেন।
৩. চার পাঁচ
জনের নিকট নিজের আমলের কথা বলা যাবে যদি তা রিয়া মুক্ত হয় ও তাদেরকে নেক কাজের
প্রতি উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে হয়। তবে এতো জনের নিকট নিজের
গুনাহের কথা বলা ঠিক হবে না। বললে তারা এ ব্যাপারে
স্বাক্ষী হয়ে যাবে।