১)১)গোসল খানায় কি ঢুকে আল্লাহর নাম নেওয়া যাবে না?? (আমাদের গোসলখানায় টয়লেটও আছে)
২) ধরুন এক লোকের খুব সুন্দরী এক স্ত্রীও আছে,সে স্ত্রীকে খুব ভালবাসে
মাঝে মধ্যে নামায পরার সময় তার স্ত্রীর কথা মাথায় আসে
খুব অসুবিধা হয় নামাযে
এমতাবস্থায় কি তার স্ত্রীকে তালাক দিতে হবে?
৩)ধরুন,কোন মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে,সে আগে আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল,এখন ব্লক মারি নি,তবে আনফ্রেন্ড করে দিছি
আজকাল মাঝে মধ্যে নামায পরতে গেলে ওর কথা মাথায় আসে, নামাযে অসুবিধা হচ্ছে
তাই ভাব্লাম যে যদি আর একবারও ওর কথা মাথায় আসে নামাযের সময় , তবে ওকে ব্লক মেরে দিব, যদিও ওকে ব্লক মারতে ইচ্ছা করে না
এরপর একদিন নামাযে বিনা কারণেই মনোযোগ হারিয়ে গিয়েছিল, তখন আমার মনে একটু খুশি লাগলো যে, "যাক,ওর কথা মনে হয়ে নামাযের মনযোগ নষ্ট হয় নি,অন্য কোন কারণে হইছে,তার মানে এখন ওকে ব্লক মারা লাগবে না।"
এই যে আমার নামাযে মনযোগ নষ্ট হচ্ছে কিন্তু ওকে ব্লক মারতে হবে না,এই ভেবে যে আনন্দ হচ্ছে এতে কি শিরক হবে??
শিরক হলে বড় শিরক নাকি ছোট শিরক??